টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর অস্ট্রেলিয়া এখন ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের আধিপত্য জাহির করার প্রথম চেষ্টা ব্যর্থ। দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম ওয়ানডেতে আয়োজকদের হারিয়েছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার দেওয়া ২২৩ রান তাড়া করতে নেমে অজিরা ১১৩ রানে ৭ উইকেটে সংকটে পড়লে আগার ও লাবুশানে শতরানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে জয়ের পথে নিয়ে যান। যদিও প্রথম ইনিংসে তেম্বা বাভুমার ওয়ান-ম্যান শো ছিল। রান তাড়া করতে নামার পর কাগিসো রাবাডা মার্শকে ফেরালে দ্বিতীয় বলের মুখোমুখি হওয়া ক্যামরুন গ্রিনের হেলমেটে রাবাডার বলে আঘাত লাগে এবং তাঁকে কনকাশন নিয়ে মাঠের বাইরে যেতে হয়।
তখন লাবুশেনকে বিকল্প হিসেবে ঘোষণা করা হয়। পরের ওভারেই রাবাডার বলে জশ ইঙ্গলিস বোল্ড হয়ে বিদায় নেন। কিন্তু তখনও হাল ছাড়েননি লাবুশেন এরপর তাঁর সঙ্গে যোগ দেন অ্যাস্টন আগার। দুজনে মিলে স্থির থেকে যথাক্রমে ৮০ এবং ৪৮ রান করে অষ্টম উইকেটে ১১২ রানের জুটি গড়েন। শেষ পর্যন্ত প্রায় দশ ওভার ও তিন উইকেট হাতে রেখেই অস্ট্রেলিয়াকে সহজ জয় এনে দেন তিনি। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
এর আগে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা দ্রুত ৫ উইকেটে ১০০ রান তুলে কোণঠাসা হয়ে পড়ে। তবে, বাভুমার সাথে মার্কো জ্যানসেনের জুটি ৫৭ রানের জুটি গড়ে এবং পড়ে এনগিডি ও বাভুমার মধ্যকার দশম উইকেটে একগুঁয়ে অবস্থানের কারণে দক্ষিণ আফ্রিকা ২২২ রান করে। ইনিংসের ছয় বল বাকি থাকতেই এনগিডি তার উইকেট হারিয়ে ফেলেন এবং বাভুমা ১১৪ রানের ইনিংস খেলেন। SL vs BAN Super 4, Asia Cup 2023 Live Streaming: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, সুপার ফোর, এশিয়া কাপ; সরাসরি দেখবেন যেখানে (ভারত এবং বাংলাদেশ)
Undefeated so far this tour, let’s hope our Aussie men can keep the ball rolling!
The Second #SAvAUS ODI live on Fox Cricket and @kayosports from 9pm AEST 🇦🇺 pic.twitter.com/nMuYczYxsL
— Cricket Australia (@CricketAus) September 9, 2023
দক্ষিণ আফ্রিকার একাদশঃ টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি।
অস্ট্রেলিয়ার একাদশঃ ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ (অধিনায়ক), ক্যামেরন গ্রিন/ মার্নাস লাবুশানে, জস ইংলিস, অ্যালেক্স ক্যারি, মার্কাস স্টোইনিস, শন অ্যাবট, অ্যাশটন আগার, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
কবে, কোথায় আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
৯ সেপ্টেম্বর ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে (Mangaung Oval, Bloemfontein) দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।
কখন থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্যাচ
সরাসরি টিভিতে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ভারত দেখবেন স্টার স্পোর্টসে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে এবং ফ্যানকোডে।