আজ ৯ সেপ্টেম্বর কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপ 2023-এর সুপার 4, 2য় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ (ব্যান) ও শ্রীলঙ্কা (শ্রীলংকা)। লিগ পর্বে দুটি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। দুটিতেই জয় পেয়েছে তারা। আর 'এ' গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল তারা। অন্যদিকে সুপার ফোরে একটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে পাকিস্তানের কাছে হেরেছে তারা। গত ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ৬৩ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালোই করেছিল শ্রীলঙ্কা। এরপর আরও কয়েকটি ভালো জুটি গড়ে তারা। এরপর দ্রুত উইকেট পতন হলেও লোয়ার অর্ডার দারুণ পারফর্ম করে। ২৯১ রানের শক্তিশালী স্কোর বোর্ডে জমা করে তারা। আফগানিস্তান তাদের ওপেনারদের সস্তায় হারিয়ে ফেললেও মিডল অর্ডার খেলা দাঁড় করায়। তবে তারাও নিয়মিত অন্তরালে উইকেট হারাতে থাকে, যা শেষ পর্যন্ত তাদের বিপাকে ফেলে এবং মাত্র দুই রানের ব্যবধানে তারা লক্ষ্য থেকে ছিটকে পড়ে এবং অলআউট হয়ে যায়।
অন্যদিকে, গত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে হেরে মাঠ ছাড়ে তারা। টপ অর্ডারকে সস্তায় হারানোর কারণে তারা ব্যাটিং ট্র্যাকের সদ্ব্যবহার করতে পারেনি বাংলাদেশ। পাঁচটি উইকেট দ্রুত যাওয়ার পর সাকিব-রহিমের জুটির ভালো ইনিংসই তাদের ১৯৩ রানের লক্ষ্যে পৌঁছে দেয়। এত কম রান তাড়া করতে গিয়ে পাকিস্তানকে খুব একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। দশ ওভারের বেশি বাকি থাকতেই সাত উইকেটে অনায়াসে ম্যাচ জিতে নেয় তারা। Colombo Weather Update For Ind vs Pak: সুখবর! ভারত-পাকিস্তান মহারণের আগে আজ কলম্বোর আবহাওয়া পরিষ্কার
Asia Cup 2023: Bangladesh 🆚 Sri Lanka | Super Four (D/N) 🏏
Venue: Colombo (Sri Lanka) | Date: September 09, 2023 | Time: 3:30PM (BST)#BCB | #AsiaCup | #BANvSL pic.twitter.com/bt6ksU47HQ
— Bangladesh Cricket (@BCBtigers) September 9, 2023
শ্রীলঙ্কা: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসানাকা, দিমুথ করুনারত্নে, কুশল জেনিথ পেরেরা, কুশল মেন্ডিস (উপ-অধিনায়ক), চরিত আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, মহেশ থিকশানা, ডুনিথ ওয়েলালেজ, মাথিশা পথিরানা, কাসুন রাজিথা, দুশান হেমন্ত, বিনুরা ফার্নান্দো, প্রমোদ মধুশান।
বাংলাদেশ: সাকিব আল হাসান (অধিনায়ক), আনামুল হক বিজয়, লিটন দাস, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শোরফুল ইসলাম, নাসুম আহমেদ, শাক মাহেদী হাসান, নাঈম শেখ, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব।
কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, সুপার ফোর, এশিয়া কাপ ২০২৩ ম্যাচ?
৯ সেপ্টেম্বর কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ( R.Premadasa Stadium, Colombo) ০২৩ এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
কখন থেকে শুরু হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, সুপার ফোর, এশিয়া কাপ ২০২৩ ম্যাচ?
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, সুপার ফোর, এশিয়া কাপ ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ০০টেয় এবং বাংলাদেশ সময় দুপুর ৩ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, সুপার ফোর, এশিয়া কাপ ২০২৩ ম্যাচ
সরাসরি টিভিতে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, সুপার ফোর, এশিয়া কাপ ২০২৩ ম্যাচ ভারত দেখবেন স্টার স্পোর্টসে এবং বাংলাদেশে দেখবেন গাজী টিভিতে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, সুপার ফোর, এশিয়া কাপ ২০২৩ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে।