আজ, বুধবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। একসময় বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে বিবেচিত হলেও সাম্প্রতিক ক্রিকেট টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা দারুণভাবে হতাশ করেছে। অজিদের বিরুদ্ধে বিপর্যস্ত থেকে শুরু করে জয়ের ছন্দে ফিরতে মরিয়া তারা। ডারবানের কিংসমিড স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভারতে আসন্ন বিশ্বকাপ অভিযানের আগে কিছুটা ছন্দে থাকতে এই ম্যাচ জিততে চাইবে অস্ট্রেলিয়াও। বর্তমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন হিসেবেই আসরে নামবে অজিরা। সর্বশেষ ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছিল তারা এবং ২০২১ সালে টি-২০ বিশ্বকাপও তাঁদের ঝুলিতে আসে। ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজের পর থেকে আর আন্তর্জাতিক পর্যায়ে অংশ নেয়নি অস্ট্রেলিয়া। ইংল্যান্ডে পাঁচ ম্যাচের দুটিতে জয় ও অপরটিতে ড্র করেও সিরিজ ধরে রাখে। অন্যদিকে, শেষ নেদারল্যান্ডসের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম খেলায় তারা ডাচদের বিপক্ষে আট উইকেটে জয় পায়। টেম্বা বাভুম্বা দুর্দান্ত ৯০ রানের ইনিংস খেলেন। পরের ম্যাচে নেদারল্যান্ডসকে ১৪৬ রানের বিশাল ব্যবধানে হারায় দক্ষিণ আফ্রিকা। Equal Pay in England Cricket: বাড়ছে জনপ্রিয়তা! পুরুষদের সমান মহিলাদের বেতনের ঘোষণা ইংল্যান্ড ক্রিকেটের
The #KFCT20Iseries has arrived 🏏
🆚 Australia
⌚️18:00
🏟️ Hollywoodbets Kingsmead, Durban
🗒 Ball by ball https://t.co/KNz7vLG39F
📺 SuperSport Grandstand 201#SAvAUS #BePartOfIt pic.twitter.com/sVRZAB7UYU
— Proteas Men (@ProteasMenCSA) August 30, 2023
দক্ষিণ আফ্রিকা টেম্বা বাভুমা, রেজা হেনড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), দেওয়াল্ড ব্রেভিস, ট্রিস্টান স্টাবস, ডোনোভান ফেরেরা, মার্কো জ্যানসেন, জেরাল্ড কোয়েটজি, সিসান্ডা মাগলা, লুঙ্গি এনগিদি, তাবরাইজ শামসি।
অস্ট্রেলিয়া ম্যাথু শর্ট, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), জোস ইংলিস, মার্কাস স্টোইনিস, টিম ডেভিড, অ্যারন হার্ডি, শন অ্যাবট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পেনসার জনসন।
কবে, কোথায় আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া প্রথম টি-২০ ম্যাচ?
৩০ আগস্ট ডারবানের কিংসমিড স্টেডিয়ামে (Kingsmead, Durban) প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।
কখন থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া প্রথম টি-২০ ম্যাচ?
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া প্রথম টি-২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া প্রথম টি-২০ ম্যাচ
সরাসরি টিভিতে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া প্রথম টি-২০ ম্যাচ ভারত দেখবেন স্টার স্পোর্টসে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া প্রথম টি-২০ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে এবং ফ্যানকোডে।