টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর অস্ট্রেলিয়া এখন ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের আধিপত্য জাহির করার চেষ্টা করবে। কব্জির চোটের কারণে টি-টোয়েন্টিতে খেলতে না পারা অজি অধিনায়ক প্যাট কামিন্স পাঁচ ম্যাচের সিরিজে দলে থাকলেও তার অংশগ্রহণ এখনো অনিশ্চিত। তার অনুপস্থিতিতে মিচেল মার্শের নেতৃত্বের দায়িত্ব পালন করে সংক্ষিপ্ত ফরম্যাটে আয়োজকদের ওপর আধিপত্য বিস্তার করে সফরকারীরা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা আশা করছে, ফরম্যাটের এই পরিবর্তনের ফলে ভাগ্যের পরিবর্তন হবে। আজ মানগাউং ওভালে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজের প্রথম ম্যাচ।
তিন বছর আগে সর্বশেষ ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়ে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ওয়ানডেতে ১৪৬ রানের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এডেন মার্করামের অবিশ্বাস্য ১৭৫ রান আর সিসান্ডা মাগলার ৫ উইকেটের অসাধারণ পারফরম্যান্স ছিল নজরকাড়া। সম্প্রতি ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। শেষ ওয়ানডেতে ভারতকে ২১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। যেখানে মিচেল মার্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ৪৭ রান করে আর অ্যাডাম জাম্পার চার উইকেট নিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেন। England Squad, IRE vs ENG: আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডের অধিনায়ক জ্যাক ক্রলি, দলে এলেন হ্যারি ব্রুক
GAME DAY❕
From T20I ➡️ ODIs, the battle continues as the Proteas & Australia #Betway ODI Series gets underway in Bloemfontein 🇿🇦🇦🇺
🏟 Mangaung Oval
🕙 13:00
📺 @SuperSportTV Cricket (Ch. 212) #BePartOfIt #SAvAus pic.twitter.com/OTx5ogjuwm
— Proteas Men (@ProteasMenCSA) September 7, 2023
দক্ষিণ আফ্রিকার একাদশঃ টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি।
অস্ট্রেলিয়ার একাদশঃ ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, জস ইংলিস, অ্যালেক্স ক্যারি, মার্কাস স্টোইনিস, শন অ্যাবট, অ্যাশটন আগার, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
কবে, কোথায় আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ম্যাচ?
৭ সেপ্টেম্বর ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে (Mangaung Oval, Bloemfontein) প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।
কখন থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ম্যাচ?
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ম্যাচ
সরাসরি টিভিতে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ম্যাচ ভারত দেখবেন স্টার স্পোর্টসে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে এবং ফ্যানকোডে।