রেকর্ড গড়লেন ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) এবং শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার পার্টনারশিপ রান সংগ্রহকারী দ্বিতীয় ভারতীয় জুটি হলেন তাঁরা। আজ মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলাকালীন রোহিত ও ধাওয়ান এই মাইলফলক অর্জন করেন। তাঁদের আগে রয়েছে সচিন তেন্ডুলকর-সৌরভ গঙ্গোপাধ্যায়। ৫ হাজার পার্টনারশিপ রানের ল্যান্ডমার্ক ছোঁয়া প্রথম ভারতীয় জুটি হলেন তাঁরা।
আইপিএল-র দল মুম্বই ইন্ডিয়ান্স টুইট করেছে, "রোহিত ও ধাওয়ান ওয়ানডেতে ৫ হাজার পার্টনারশিপ রান করেছেন। সচিন-সৌরভের পরে তাঁরা এই কৃতিত্ব অর্জনকারী দ্বিতীয় ভারতীয় জুটি।" আরও পড়ুন: 33 Bookies Arrested For Betting: ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় একদিনের ম্যাচে বাজি ধরে ধৃত ৩৩ বুকি
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে-তে রোহিত ও ধাওয়ান দুর্দান্ত শুরু করেছিলেন। তাঁদের জুটিতে ভর করে ভারত মাত্র ১৪ ওভারে ১০০ রানের লক্ষ্যে পৌঁছে যায়। ধাওয়ান তাঁর অর্ধশতকও এই সময়ে পূর্ণ করেন। ১৫ ওভারে রোহিত আউট হয়ে যান। তাঁকে আউট করেন আদিল রশিদ।