Rohit Sharma (Photo Credits: IANS)
 শনিবার ক্রিকেট ক্যারিয়ারের ৪০০ তম আন্তর্জাতিক ম্যাচ (400th International Match) খেলতে নামবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। নবম ভারতীয় খেলোয়াড় হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করবেন। শনিবার থেকেবেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট (India vs Sri Lanka 2nd Test)।

রোহিত এখনও পর্যন্ত ভারতের হয়ে ৪৪টি টেস্ট, ২৩০টি ওডিআই এবং ১২৫টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০০৭ সালে একদিনের ক্রিকেটে রোহিতের অভিষেক হয়। একই বছরে তাঁর টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল। শুরুতে ধাক্কা খেলেও শীঘ্রই রোহিত ভারতের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটারে পরিণত হয়েছেন। আরও পড়ুন: India vs Sri Lanka, 2nd Test: ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টে ১০০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি
 
অন্যান্য ভারতীয় ক্রিকেটার যারা ৪০০-র বেশি ম্যাচ খেলেছেন তাঁরা হলেন সচিন তেন্ডুলকর (৬৬৪ ম্যাচ), এমএস ধোনি (৫৩৮), রাহুল দ্রাবিড় (৫০৯), বিরাট কোহলি (৪৫৭), মহম্মদ আজহারউদ্দিন (৪৩৩), সৌরভ গঙ্গোপাধ্যায় (৪২৪), অনিল কুম্বলে (৪০৩) এবং যুবরাজ সিং (৪০২)।