IND vs SA Test (Photo Credit: @RCBTweets/ X)

প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৩২ রানে হেরে যাওয়ার পর দোষ স্বীকার করতে দ্বিধা করেননি রোহিত শর্মা (Rohit Sharma)। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩১ রানেই গুটিয়ে যায় ভারত যেখানে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান বিরাট কোহলি (Virat Kohli)। কাগিসো রাবাডার (Kagiso Rabada) অসাধারণ ক্যাচে শতকের আগেই ৭৬ রানে আউট হয়ে যান বিরাট। দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে ডিন এলগারের (Dean Elgar) ১৮৫ রান, বল হাতে নান্দ্রে বার্গার (Nandre Burger) এবং রাবাডার ৭টি করে উইকেট ও মার্কো জ্যানসেনর (Marco Jansen) ব্যাট হাতে ৮৪ রান ও ৪ উইকেট প্রোটিয়াদের জয়ে বড় ভূমিকা পালন করেন। আইসিসি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। IND W vs AUS W, 1st ODI Result: প্রথম ওয়ানডেতেই ৬ উইকেটে হার ভারতের, সিরিজে এগিয়ে অজি মহিলারা

এই হারের ফলে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়ের আশা শেষ হয়ে যায়। সর্বোচ্চ রানের নিরিখে জোহানেসবার্গে জিতলেও সিরিজ শেষ হবে সমতায়। ম্যাচ শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা স্বীকার করে নেন, তাঁর দল যথেষ্ট ভালো নয়। উভয় ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়। বৃষ্টি ও খারাপ আলো সত্ত্বেও ভারতকে দক্ষিণ আফ্রিকার ১০ জন হারিয়ে দেয়। তিনি আরও যোগ করেন, 'লোকেশ রাহুল দুর্দান্ত ব্যাটিং করলেও আমরা বল হাতে কন্ডিশনের সদ্ব্যবহার করতে পারিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং খারাপ ছিল, বিরাট দুর্দান্ত ব্যাটিং করেছে, কিন্তু টেস্ট জিততে হলে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি। ছেলেরা আগেও এখানে এসেছে; আমরা বুঝতে পারছি কন্ডিশন থেকে কী আশা করা যায়। প্রত্যেকেরই নিজস্ব পরিকল্পনা রয়েছে। বিভিন্ন সময়ে আমাদের ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ করা হয়েছে। আমরা ঠিকমতো মানিয়ে নিতে পারিনি।'

এই ম্যাচে ৫ ও শূন্য রান করা রোহিত বলেন, 'আমরা দু'বারই ভাল ব্যাট করতে পারিনি। রোহিতের মতে, নতুন বছরে ভারত খুব কম ইতিবাচক কিছু নিয়ে যেতে পারবে। প্রথম ইনিংসে লোকেশ রাহুলের দুরন্ত শতরানের সঙ্গে ২০২২ সালের জুলাইয়ের পর বিদেশের মাটিতে প্রথম টেস্টে ফিরে যশপ্রীত বুমরাহরার ৬৩ রানে ৪ উইকেট ছাড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত ছিল নির্বিকার। তা সত্ত্বেও ১০ দিনের মধ্যে ওয়ান্ডারার্সে আরও শক্তিশালী হয়ে ফিরতে দলের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী রোহিত।

দেখুন স্কোরকার্ড