অ্যাডিলেড, ৭ ডিসেম্বর: টেস্ট ক্রিকেটে ব্যর্থতার ধারা অব্যাহত থাকল রোহিত শর্মা (Rohit Sharma)-র। ব্যক্তিগত কারণে পার্থে প্রথম টেস্টে খেলতে পারেননি রোহিত। তাঁর অনুপস্থিতিতে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়ে পার্থে দারুণ জয় উপহার দেন জশপ্রীত বুমরা। কিন্তু রোহিত দলে ফিরে নেতৃত্বে ফিরতেই অ্যাডিলেডে হারের মুখে ভারত। কঠিন পিচে নিজেকে ওপেনার থেকে সরিয়ে এনে ৬ নম্বরে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। কিন্তু ডনের মুলুকে প্রথম ইনিংসে ৩ রানে আউট হওয়ার পর এদিন মাত্র ৬ রানে ফিরে যান ভারত অধিনায়ক। শনিবার দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্সের বলে যেভাবে বোল্ড হলেন রোহিত তাতে তাঁর টেকনিক নিয়ে প্রশ্ন উঠল। দ্বিতীয় টেস্টে রোহিত মোট ৩৮টি বল খেললেন। সব মিলিয়ে মাত্র একটা বাউন্ডারি মারা ছাড়া মুম্বইয়ের তারকা ব্যাটারকে কখনই স্বাচ্ছন্দ্য দেখায়নি। রোহিতের শেষ ৬টি টেস্ট ইনিংসের রান হল যথাক্রমে ৩,৬,১৮,১১, ০, ৮ (মোট ৪৬)। সীমিত ওভারের ক্রিকেটে যতই রাজা হোন, রোহিত যে টেস্টে একেবারেই যে ফর্মে নেই সেটা বারবার প্রমাণ হচ্ছে। ৬৫টা টেস্ট খেলে রোহিতের রান ৪২৮৩, গড় ৪২.২৭। কিন্তু দেশের মাটিতে, কিংবা ওয়েস্ট ইন্ডিজ বা দুর্বল দেশগুলিতে গিয়ে ছাড়া পাঁচ দিনের ক্রিকেটে ভারত অধিনায়কের ব্যাট হাতে রেকর্ড একেবারেই ভাল নয়।
এ তো গেল ব্যাটার রোহিতের কথা। আর অধিনায়ক! ক্যাপ্টেন রোহিতের 'শর্মা জি'সুলভ কিছু সিদ্ধান্ত নিয়ে সবার মনে প্রশ্ন। ওয়ানডে বা টি-২০ ক্রিকেটে যেরকম 'দাদাগিরি'সুলভ অধিনায়কত্ব করেন রোহিত, সেটা টেস্টে এসে হাওয়া হয়ে যায়। দেশের মাটিতে নিউ জিল্যান্ডের কাছে টেস্টে ০-৩ মহালজ্জার হোয়াইটওয়াশের মতই অস্ট্রেলিয়াতে এসেও নেতৃত্ব দিয়ে গিয়ে কাঁধ ঝুঁকে যাচ্ছে রোহিতের।
আরও পড়ুন- অ্যাডিলেডে ২৯ রানে পিছিয়ে, হাতে মাত্র ৫ উইকেটে, হারের মুখে টিম ইন্ডিয়া
খারাপ ফর্ম অব্যাহত রোহিত শর্মা-র
The sad decline 🙇♂️📉
Virat Kohli & Rohit Sharma are the only top 6 Indian batters to average under 30 in 2024. 😢#INDvsAUS pic.twitter.com/PfrRFlM2X7
— CricXtasy (@CricXtasy) December 7, 2024
অ্যাডিলেডে টিম ইন্ডিয়া এখনও ২৯ রানে পিছিয়ে, হাতে পাঁচ উইকেট। ক্রিজে আছেন ঋষভ পন্থ (২৮ অপরাজিত) ও নীতীশ রেড্ডি (১৫)। রবিবার, তৃতীয় দিনের শুরুতেই দাঁতনখ বের করে সজীব পিচে বাউন্সার দেওয়া শুরু করবেন কামিন্স, স্টার্ক, বোল্যান্ড-রা। পন্থ, রেড্ডিরা অবিশ্বাস্য কিছু করে না ফেলে টানা চার টেস্টে হারতে হবে অধিনায়ক রোহিতকে।