নতুন দিল্লি, ১৫ জুলাই: করোনায় আক্রান্ত (COVID-19) ইংল্যান্ড সফরে থাকা ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পান্থ (Rishabh Pant)। ভারতীয় দলের (Indian Cricket Team) বাকি সদস্যরা বৃহস্পতিবার ডারহামের উদ্দেশে রওনা দিলেও তাঁকে নিভৃতবাসে থাকতে হবে। ঋষভ গত আটদিন ধরে তিনি আইসোলেশন রয়েছেন বলে বিসিসিআইয়ের সূত্রে খবর। ইংল্যান্ডে কোনও এক আত্মীয়ের বাড়িতে তিনি রয়েছেন বলেই খবর।
বিসিসিআইয়ের সচিব জয় শাহের ই-মেলের পরই এই ঘটনা প্রকাশ্যে আসে। ব্রিটেনে করোনা সংক্ৰমণ বাড়তে থাকার কারণে ভারতীয় দলের সমস্ত ক্রিকেটার সদস্যদের নিরাপদে থাকার বার্তা দিয়ে ই-মেল পাঠান। ভারতীয় ক্রিকেট দলে করোনা হানার খবর নিয়ে প্রকাশ্যে জানানো হয়নি। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন,"ঋষভ পান্থ করোনা আক্রান্ত হয়ে গত আটদিন ধরে আইসোলেশনে রয়েছেন। তিনি কোনও হোটেলে ছিলেন না, তাই অন্য খেলোয়াড়দের নিয়ে ঝুঁকি নেই।"
তিনি আরও জানান,"ঋষভ ছাড়া আর অন্য কোনও খেলোয়াড় করোনায় আক্রান্ত হননি। জয় শাহ ইতিমধ্যে সকলকে সাবধানে থাকার বার্তা পাঠিয়েছেন। তাঁদের করোনা বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।"
আরও একজন করোনায় আক্রান্ত বলে খবর। যদিও, তাঁর নাম এখনও প্রকাশ্যে আনেনি বিসিসিআই।
ইংল্যান্ডে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের আছড়ে পড়েছে। ঋষভও ডেল্টা ভ্যারিয়েন্টেই আক্রান্ত বলে অনুমান। গত মাসে ইউরো চ্যাম্পিয়নশিপের খেলা দেখতে যান ঋষভ। স্টেডিয়ামে বসে তোলা ছবিও সোশ্যাল মিডিয়ায় দেন। সকল খেলোয়াড়েরা কোভিশিল্ডের ডোজ নিয়েছেন ঠিকই। কিন্তু এটি সম্পূর্ণভাবে করোনা রোধ করতে সক্ষম নয়। তাই ভিড় এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সকলে যেন করোনা বিধি মেনে চলেন তারও নির্দেশ দেওয়া হয়েছে।