শার্দুল ঠাকুর (Shardul Thakur) ৪১ রানে আউট হওয়ার পর সকল ক্রীড়াপ্রেমীকে অবাক করে দিয়ে ব্যাট হাতে ওল্ড ট্র্যাফোর্ডে সিঁড়ি বেয়ে নেমে আসেন আহত ঋষভ পন্থ। তাঁকে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামতে দেখে স্টেডিয়ামের দর্শকরা অবাক হয়ে যান। গোটা স্টেডিয়ামের দর্শক দাঁড়িয়ে অভিবাদন জানায় তাঁকে। ম্যাচের প্রথম দিন পায়ে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল এই কিপার-ব্যাটসম্যানকে। আর সেই ভাঙা পা নিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সর্বাধিক রান করার রেকর্ড করলেন ঋষভ। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়ক রোহিত শর্মাকে টপকিয়ে এই রেকর্ড করেন ঋষভ। রোহিত শর্মা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২ হাজার ৭১৬ রান করেছিলেন আর ভারতের প্রথম ইনিংসে ৫৪ রান করে, ঋষভ টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো পর্যন্ত ২ হাজার ৭৩১ রান করেছেন।

পাশাপাশি এক যুগ আগে বীরেন্দ্র শেহবাগের পুরনো রেকর্ডেও ভাগ বসালেন পন্থ। ২০০১ থেকে ২০১৩ পর্যন্ত সাদা পোশাকে ভারতের হয়ে ১৭৮ ইনিংসে ৯০ ছক্কা মারেন শেহবাগ। প্রাক্তন এই ওপেনারকে পন্থ ছুঁয়ে ফেললেন স্রেফ ৮২ ইনিংস খেলেই। ক্রিকেটের অভিজাত সংস্করণে শেহবাগের মোট ছক্কা যদিও ৯১টি। তিনি একটি ছক্কা মারেন ২০০৫ সালে সিডনিতে বিশ্ব একাদশের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ডটা এখন বেন স্টোকসের। ভারতের বিপক্ষে চলতি টেস্টের আগে পর্যন্ত ইংল্যান্ড অধিনায়কের ২০৫ ইনিংসে ছক্কা ১৩৩টি আছে। ছক্কার শতক আর আছে কেবল ইংল্যান্ডের বর্তমান কোচ ও নিউ জিল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম (১০৭টি) ও অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টের (১০০টি)।

প্রথম দিনে ব্যাট করার সময় ক্রিস ওকস এর বলে ডান পায়ের বুড়ো আঙুলে চোট পান ঋষভ। তার আঙ্গুলের হাড় ভেঙে যায়। গতকাল সেই চোট নিয়েই ব্যাট করতে নামেন পন্থ। বিসিসিআই এর তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, ঋষভ চলতি ম্যাচে উইকেট রক্ষন করবেন না। ধ্রুব জুড়েল উইকেট রক্ষক এর দায়িত্ব সামলাবেন। তবে দলের প্রয়োজনে ঋষভ ব্যাট করবেন। চোটের কারণে পঞ্চম টেস্টে ঋষভ অনিশ্চিত। তামিলনাড়ুর উইকেট রক্ষক ব্যাটার এন জগদীশনকে দলে যোগ দিতে বলা হয়েছে।