18 Years of IPL (Photo Credit: X@IPL)

আইপিএলের (IPL) ১৮ বছরের ইতিহাসে যে দলগুলো এখনও পর্যন্ত শিরোপা জিততে পারেনি তাদের মধ্যে অন্যতম হল পঞ্জাব কিংস (Punjab Kings) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। এমন পরিস্থিতিতে মনে হচ্ছে এবারই নতুন চ্যাম্পিয়ন পাবে ক্রিকেট অনুরাগীরা। পঞ্জাব কিংস অথবা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB vs PBKS, TATA IPL 2025 Final) যেকোনো একটি দল এবার হাতে তুলবে আইপিএলের ট্রফি।

আগামীকাল অর্থাৎ ৩ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পাঞ্জাব কিংসের মধ্যে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৫ এর ফাইনাল ম্যাচটি ।  ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যে এই ম্যাচটি। উল্লেখ্য কোয়ালিফায়ার ২ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালে তাদের স্থান নিশ্চিত করেছে পাঞ্জাব কিংস। আই পি এলের পূর্ববর্তী সূচী অনুযায়ী এর আগে ফাইনাল ম্যাচটি ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পহেলগাম হামলা ও অপারেশন সিঁদূরের প্রেক্ষিতে কয়েকদিন আগে বিসিসিআই কর্মকর্তারা ম্যাচটি কলকাতা থেকে আহমেদাবাদে স্থানান্তরিত করেন। তবে ম্যাচের সময়ে কোন পরিবর্ত্ন হয় নি।  প্রতিবারের মতো এবারও টস হবে সন্ধ্যা ৭টায়, আর ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে।এই মরশুমে, আরসিবির নেতৃত্বে রয়েছেন রজত পাতিদার। অন্যদিকে, পাঞ্জাব কিংসের নেতৃত্ব শ্রেয়স আইয়ারের কাঁধে।

এবার যে দলই জিতুক না কেন, এটা নিশ্চিত যে এবার আমরা নতুন একজন বিজয়ী পাব। উভয় দলই প্রথম মৌসুম থেকেই খেলছে, যদি একটি দল তাদের প্রথম ট্রফি পায় তবে অন্য দলটি তাদের প্রথম ট্রফির খুব কাছাকাছি চলে আসবে। ইতিমধ্যে, বিসিসিআই ফাইনাল ম্যাচের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছে।এই ম্যাচে বৃষ্টি হলেও, ম্যাচটি সম্পূর্ণরূপে খেলা হবে।৩ জুন আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৩ জুন বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ। বৃষ্টির কারণে যদি ম্যাচটি বাতিল হয়, তাহলে ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে, তাই সেদিন ভক্তরা কোনও চ্যাম্পিয়ন পাবে না। অর্থাৎ ৪ জুন একই মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

জানিয়ে রাখা ভাল, আইপিএল ২০২৫ এর প্লে-অফ ম্যাচের জন্য, ৫ ওভারের ম্যাচের কাটঅফ সময় বিসিসিআই রাত ১১:৫৬ পর্যন্ত নির্ধারণ করেছিল। আগে, বৃষ্টির কারণে যদি খেলা শুরু না হতে পারত, তাহলে খেলাটি বাতিল বলে গণ্য হত। কিন্তু ফাইনালে এটা ঘটবে না।