চেন্নাই, ২০ ডিসেম্বর; সবাইকে চমকে দিয়ে অজি সফরের মাঝপথে গতকাল, বৃহস্পতিবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ভারতের সর্বকালের অন্যতম সেরা বোলার রবীচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। দেশের হয়ে ১০৬টি টেস্ট খেলে ৫৩৭টি উইকেট নেওয়া অশ্বিনের অবসর নিয়ে আবেগে ভাসেন ক্রিকেটপ্রেমীরা। তামিলনাড়ুর ৩৮ বছরের তারকা অফ স্পিনারের অবসরের পর প্রাক্তন ক্রিকেটাররা অশ্বিনকে শুভ কামনা জানান।
এই নিয়ে অশ্বিন সোশ্যাল মিডিয়ায় এক মজার পোস্ট করলেন। অশ্বিন তাঁর ফোনের 'কল হিস্ট্রি'-র স্ক্রিনশট শেয়ার করলেন। অশ্বিনের স্ক্রিনশটে দেখা যাচ্ছে, তাঁকে তার বাবা ছাড়াও ক্রিকেট দুনিয়ার দুই কিংবদন্তি সচিন তেন্ডুলকর ও কপিল দেব ফোন করেছেন। এক্স পোস্টে এই নিয়ে অশ্বিন লিখলেন,"২৫ বছর আগে যদি আমার কাছে স্মার্টফোন থাকত, আর আমার কেরিয়ারের শেষদিনে এমন ভারতীয় ক্রিকেটাররা ফোন করতেন, তাহলে আমার উত্তেজনায় তখনই হার্ট অ্যাটাক হয়ে যেত"। আরও পড়ুন-অপমানের কারণে অবসর নিয়েছেন অশ্বিন! বাবার বক্তব্যে অবশেষে নীরবতা ভাঙলেন স্পিন তারকা
দেখুন কী বললেন অশ্বিন
If some one told me 25 years ago that I would have a smart phone with me and the call log on the last day of my career as an Indian cricketer would look like this☺️☺️, I would have had a heart attack then only. Thanks @sachin_rt and @therealkapildev paaji🙏🙏 #blessed pic.twitter.com/RkgMUWzhtt
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) December 20, 2024
কী লিখলেন অশ্বিন
এভাবেই সচিন ও কপিলকে অবসরের শুভ কামনা জানানো নিয়ে ধন্যবাদ জানান অশ্বিন। টেস্ট থেকে অবসর নিয়ে অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই দেশে ফেরেন ভারতের তারকা অফ স্পিনার।