EDEN Garden open for all (Photo Credit: X@BombagorerRaja)

শতাব্দী প্রাচীন ইডেন গার্ডেনের তিন নম্বর গেট আজ থেকে আগামী তিনদিনের জন্য উন্মুক্ত। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্সে এমন সিদ্ধান্ত- এর অন্যতম কারণ হল আজ থেকে বাংলা সিনিয়র ক্রিকেট দল ঘরের মাঠে খেলতে নামছে। রঞ্জি ট্রফির প্রথম খেলায় উত্তরাখন্ডের মুখোমুখি হবে তাঁরা। এর পরিপ্রেক্ষিতেই বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা মঙ্গলবার ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল সংক্ষেপে সিএবি-র তরফেও ঘোষণা করে হয়েছে যে তিনদিনের এই খেলায় প্রবেশ অবাধ। উল্লেখ্য, উদ্বোধনী ওই খেলায় সাক্ষী থাকতে ক্রিকেট অনুরাগীদের পাশাপাশি বাংলার যুবসমাজ ও সর্বোপরি তরুণ ক্রিকেট খেলোয়াড়দের জন্যে দরজা খুলে দেওয়ার কথা সরকারি ভাবে এদিন ঘোষণা করা হয়েছে। তিন নম্বর গেট উন্মুক্ত রাখা হচ্ছে। ১৮ অক্টোবর পর্যন্ত মিলবে ওই সুবিধা। এই মুহূর্তে বাংলা সিনিয়র পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ প্রকাশ্যেই তা ঘোষণা করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়া মারফৎ এদিন তিনি জানান, বাংলার হয়ে গলা ফাটাতে এবার গন্তব্য হোক - ইডেন গার্ডেন্স। প্রসঙ্গত, সকাল ৯ টায় খেলা শুরু।

বাংলার ঘোষিত স্কোয়াডঃ অভিমন্যু ঈশ্বরন (অধিনায়ক), অভিষেক পোরেল (সহ-অধিনায়ক/উইকেটরক্ষক) সুদীপ কুমার ঘরামি, অনুস্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, সুমন্ত গুপ্ত, সৌরভ কুমার সিং, বিশাল ভাটি, মহম্মদ শামি, আকাশ দীপ, সুরজ সিন্ধু জয়সওয়াল, শাকির হাবিব গান্ধী (উইকেটরক্ষক), ঈশান পোরেল, কাজী জুনায়েদ সাইফি, রাহুল প্রসাদ, সুমিত মোহান্ত, বিকাশ সিং।