Ranji Trophy 2020 Final: স্বপ্নভঙ্গ বাংলার, প্রথম ইনিংসে লিড নিয়ে প্রথমবার রনজি ট্রফি জিতল সৌরাষ্ট্র
জয়দেব উনাদকাত (Photo Credits: Twitter):

বাংলাকে (Bengal) হারিয়ে প্রথমবার রনজি ট্রফি (Ranji Trophy 2020) জিতল সৌরাষ্ট্র (Saurashtra)। নিয়ম অনুসারে, রনজি ট্রফির ফাইনাল যদি ড্র হয়, তবে প্রথম ইনিংসে লিডের ভিত্তিতে বিজয়ীর সিদ্ধান্ত নেওয়া হয়। যে দল প্রথম ইনিংসে লিড নিতে পারে, তাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

শুক্রবার সৌরাষ্ট্র বাংলাকে ৩৮১ রানে গুটিয়ে দেয়ে। প্রথম ইনিংয়ে তাদের লিড ছিল ৪৪ রানের। চতুর্থ দিনের শেষে ক্রিজ কামড়ে লড়ে যাচ্ছিলেন অনুষ্টুম-অর্ণব নন্দী। হার মানতে নারাজ ছিলেন তাঁরা। কিন্তু পঞ্চম দিনের শুরুতে উনাদকাটের বলে এলবিডব্লিউ হয়ে অনুষ্টুপ মজুমদার (৬৩) প্যাভিলিয়নে ফিরতেই সেলিব্রেশন শুরু হয়ে যায় সৌরাষ্ট্র শিবিরে। জয়ের গন্ধ তখনই পেয়ে গেছিলেন উনাদকাটরা। পঞ্চম দিনে ৪ উইকেট হাতে নিয়ে রান তাড়া করতে নামে বাংলা। যদিও মাত্র ২৭ রানে ৪ উইকেট খুইয়ে ফেলে বাংলা। ৩৮১ রানে গুটিয়ে যায়। আরও পড়ুন: IPL 2020: পিছিয়ে যাচ্ছে আইপিএল, টুর্নামেন্ট স্থগিত ১৫ এপ্রিল পর্যন্ত

বাংলা গুটিয়ে যেতেই সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাতরা সেলিবরেশন শুরু করেন। দ্বিতীয় ইনিংসে সৌরাষ্ট্র ৪ উইকেট হারিয়ে ১০৫ রান করে।