Rangpur Riders vs Chattogram Kings (Photo Credit: Rangpur Riders/ X)

Rangpur Riders vs Chittagong Kings, BPL 2025: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৪-২৫ আসরের ২৪ নম্বর ম্যাচে চট্টগ্রাম কিংসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত খেলা সাত ম্যাচের সবকটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স। শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৮ রানে জিতে জয়ের ধারা অক্ষুণ্ণ রেখেছে নুরুল হাসানের নেতৃত্বাধীন দলটি। এদিকে চট্টগ্রাম কিংস মাত্র চারটি ম্যাচ খেলে তিনটিতে জিতেছে এবং একটিতে হেরেছে। খুলনা টাইগার্সের বিপক্ষে শোচনীয় পরাজয় দিয়ে শুরু করেছিল মোহাম্মদ মিঠুনের দল। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয়ের হ্যাটট্রিক করে তারা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম দুর্দান্ত ব্যাটিং পিচ দেবে বলে আশা করা হচ্ছে। তবে সময় এগানোর সঙ্গে সঙ্গে স্পিনাররা খেলায় আসতে পারে। পাওয়ারপ্লে ওভারের সদ্ব্যবহার করা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। Rangpur Riders vs Chittagong Kings, BPL Dream XI Prediction: রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম কিংসের লড়াইয়ে কে এগিয়ে, দেখে নিন বাংলাদেশ প্রিমিয়ার লিগের Dream 11

রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম কিংস

রংপুর রাইডার্স স্কোয়াডঃ তৌফিক খান, স্টিভেন টেলর, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, নুরুল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, আকিফ জাভেদ, রেজাউর রহমান রাজা, সৌম্য সরকার, সৌরভ নেত্রবালকর, কামরুল ইসলাম, ইরফান সুক্কুর, রাকিবুল হাসান, কার্টিস ক্যাম্পার, মো. আজিজুল হাকিম তমিম।

চট্টগ্রাম কিংস স্কোয়াডঃ পারভেজ হোসেন ইমন, উসমান খান, গ্রাহাম ক্লার্ক, শামিম হোসেন, হায়দার আলী, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, আরাফাত সানি, আলিস আল ইসলাম, মার্শাল আইয়ুব, রাহাতুল ফেরদৌস, সাকিব আল হাসান, টম ও কনেল, পারভেজ রহমান জীবন, মারুফ মৃধা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, নাবিল সামাদ, নাঈম ইসলাম।

রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম কিংসের সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ?

১৭ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram) আয়োজিত হবে রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ।

কখন থেকে শুরু হবে রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ?

রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬ঃ৩০টায় এবং বাংলাদেশের সন্ধ্যা ৬টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ?

রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না। বাংলাদেশে টিভিতে দেখা যাবে জিটিভিতে (GTV)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ?

রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে ফ্যানকোড (FanCode) অ্যাপে। বাংলাদেশে দেখা যাবে টি-স্পোর্টসে (T-sports)।