Ramiz Raja and Shan Masood (Photo Credit: PCB/ X)

প্রাক্তন ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার রামিজ রাজার (Ramiz Raja) বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সম্প্রতি জাতীয় টেস্ট অধিনায়ক শান মাসুদকে (Shan Masood) বিতর্কিত প্রশ্ন ছুঁড়ে দেন পাকিস্তানের এই ক্রিকেট বিশেষজ্ঞ। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের অসাধারণ সিরিজ জয়ের পর মাসুদের সঙ্গে কথা বলার সময় রামিজ রাজা টেস্ট অধিনায়ককে তার আগের ছয় ম্যাচ হারের (অস্ট্রেলিয়া ও বাংলাদেশের কাছে সিরিজ পরাজয় এবং ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে পরাজয়) সম্পর্কে জিজ্ঞাসা করেন। যদিও শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজ জয়ী অধিনায়ক শান মাসুদের সাথে ম্যাচের পরের সাক্ষাৎকারের সময়, পাকিস্তানের ধারাভাষ্যকার তার আগের টানা ছয়টি পরাজয় সম্পর্কে জিজ্ঞাসা করে বলেন, 'টানা ছয়টি হার কীভাবে পেলেন?' যদিও শান শান্ত থেকে মুলতান এবং রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জোড়া টেস্ট জয়ের গুরুত্বের উপর জোর দেন। Babar-Shaheen Lauds PAK Team: দলে হয়নি জায়গা, টেস্ট সিরিজ জয়ে পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি

রামিজ রাজার সাক্ষাৎকারে বিব্রত শান মাসুদ

এখন পাকিস্তানের স্থানীয় মিডিয়া সূত্রের খবর, পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে মিডিয়ার পেশাদারিত্ব নিশ্চিত করতে রামিজ রাজার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয় নিয়ে ভাবনাচিন্তা করছে পিসিবি। কিছু সূত্র ইঙ্গিত দিয়েছে যে রাজাকে অস্ট্রেলিয়ায় আসন্ন সাদা বলের সিরিজে ধারাভাষ্যের দায়িত্ব দেওয়া থেকেও নিষিদ্ধ করা হতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে প্রায় চার বছর পর ঘরের মাঠে পাকিস্তান প্রথম সিরিজ জিতেছে। মুলতান এবং রাওয়ালপিন্ডির জয় শান মাসুদের নেতৃত্বে প্রথম সিরিজ জয়।এর মধ্য দিয়ে বাংলাদেশকে সরিয়ে ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে সপ্তম স্থান অর্জন করেছে পাকিস্তান। ৪ নভেম্বর থেকে ১৮ নভেম্বরের মধ্যে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে 'মেন ইন গ্রিন'।