Vidarbha vs Rest of India Squad, Irani Cup 2025: আজ, ২৫ সেপ্টেম্বর বিসিসিআই (BCCI) ইরানি কাপের (Irani Cup) জন্য রেস্ট অফ ইন্ডিয়ার (Rest of India) দল ঘোষণা করেছে। রেস্ট অফ ইন্ডিয়া এবং রঞ্জি ট্রফি (Ranji Trophy) চ্যাম্পিয়ন বিদর্ভের (Vidarbha) মধ্যে নাগপুরে ১ অক্টোবর থেকে ইরানি কাপের ম্যাচ খেলা হবে। এই ম্যাচের জন্য রজত পাটিদারকে (Rajat Patidar) রেস্ট অফ ইন্ডিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। যেখানে রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) সহ-অধিনায়কের দায়িত্ব নেবেন। রেস্ট অফ ইন্ডিয়া ২৯ বার এই মর্যাদাপূর্ণ শিরোপা জিতেছে। এবার বিদর্ভের নজর ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ মরসুমের পর তৃতীয়বারের মতো ইরানি কাপ জেতার। বিদর্ভও তাদের দল ঘোষণা করেছে এবং উইকেটকিপার ব্যাটসম্যান অক্ষয় ওয়াডকরকে (Akshay Wadkar) দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া যশ রাঠোরকে (Yash Rathod) সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। IND A vs AUS A ODI Series: ব্রেকের মাঝে অস্ট্রেলিয়া এ দলের বিপক্ষে ভারত এ দলের অধিনায়কত্বে শ্রেয়স আইয়ার, একনজরে স্কোয়াড
রেস্ট অফ ইন্ডিয়ার অধিনায়কত্বে রজত পাটিদার
Rajat Patidar will lead Rest of India in the Irani Cup clash against Ranji Trophy champions Vidarbha from October 1-5.#IraniCup #RestOfIndia pic.twitter.com/vc6JNxtTKz
— Circle of Cricket (@circleofcricket) September 25, 2025
ইরানি কাপে রেস্ট অফ ইন্ডিয়ার স্কোয়াডঃ রজত পাটিদার (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরন, আর্যান জুয়াল (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), যশ ধুল, শেখ রশিদ, ইশান কিষাণ (উইকেটরক্ষক), তনুশ কোটিয়ান, মানব সুথার, গুরনুর ব্রার, খলিল আহমেদ, আকাশ দীপ, অংশুল কম্বোজ, সারাংশ জৈন।
ইরানি কাপে বিদর্ভের স্কোয়াডঃ অক্ষয় ওয়াডকর (অধিনায়ক ও উইকেটরক্ষক), যশ রাঠোর (সহ-অধিনায়ক), অথর্ব তায়ড়ে, অমন মোখড়ে, দানিশ মালেওয়ার, হর্ষ দুবে, পার্থ রেখাদে, যশ ঠাকুর, নচিকেট ভুটে, দর্শন নালাকান্দে, আদিত্য ঠাকরে, অক্ষয় কর্ণেওয়ার, যশ কদম, শিবম দেশমুখ, প্রফুল্ল হিঞ্জ এবং ধ্রুব শৌরি।