বেঙ্গালুরু টেস্টে চালকের আসনে নিউ জিল্যান্ড। বৃষ্টির কারণে গোটা একটা দিন নষ্টের পর প্রথম ইনিংসে ভারতকে মাত্র ৪৬ রানে অল আউট করে কিউইরা। বেঙ্গালুরু টেস্টে চালকের আসনে নিউ জিল্যান্ড। ৩০০ রানে পিছিয়ে থেকে ইনিংস হারের লজ্জার সামনে টিম ইন্ডিয়া। বৃষ্টির কারণে গোটা একটা দিন নষ্টের পর প্রথম ইনিংসে ভারতকে মাত্র ৪৬ রানে অল আউট করে কিউইরা। এরপর তৃতীয় দিনে লাঞ্চ পর্যন্ত টম লাথামের দলের প্রথম ইনিংসের স্কোর দাঁড়িয়েছে ৭ উইকেটে ৩৪৫ রান। মানে এখনও পর্যন্ত ২৯৯ রানের লিড রয়েছে কিউইদের। গতকাল, দ্বিতীয় দিনের শেষে কিউইদের স্কোর ছিল ৩ উইকেটে ১৮০ রান। তার মানে আজ দিনের খেলার প্রথম সেশনে ১৬৫ রান যোগ করল। হোয়াইটওয়াশে সিরিজ জয়ের লক্ষ্যে নেমে সিরিজের প্রথম টেস্টে ইনিংস হারে মুখে দাঁড়িয়ে রোহিত শর্মার দল। ম্যাচ বাঁচাতে হলে এখন দেড়-দুদিন টানা ব্যাটিং করতে হবে রোহিত, কোহলিদের।
চার নম্বরে নেমে দুরন্ত সেঞ্চুরি করলেন কিউই স্পিনার অল অলরাউন্ডার রচীন রবীন্দ্র। গত বছর ওয়ানডে বিশ্বকাপে একের পর এক স্মরণীয় ইনিংস খেলেছিলেন রবীন্দ্র। এদিন বেঙ্গালুরুতেও তিনি ব্য়াট করলেন ওয়ানডে-র ঢঙেই। মাত্র ১২৪ বলেই বুমরাদের বিরুদ্ধে টেস্ট তাঁর দ্বিতীয় সেঞ্চুরিটি হাঁকালেন রবীন্দ্র।
দুরন্ত সেঞ্চুরি রচীন রবীন্দ্র-র
Rachin Ravindra at the Chinnaswamy Stadium in Bengaluru:
- A World Cup century.
- A Test century.
THE LOCAL BOY FROM NEW ZEALAND. 🥶 pic.twitter.com/nDxwKW1Pra
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 18, 2024
চলতি বছর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে তিনি ডবল সেঞ্চুরি করেছিলেন। শ্রীলঙ্কা সফর তেমন রান পেলেও গল টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯২ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন ২৪ বছরের রবীন্দ্র। ভারতের তারকা স্পিনার রবীন্দ্র জাদেজা তিনটি উইকেট পেয়েছেন।