আমরোহা: ১২ তারিখ ওয়াংখেড় স্টেডিয়ামে বিশ্বকাপের (ICC World Cup) প্রথম সেমিফাইনালে (semi-final match) শামি-শোর পরই ভারতীয় এই পেসারের বন্দনায় মেতেছেন ক্রিকেটপ্রেমীরা। এবার মহম্মদ শামির (Mohammed Shami) দুরন্ত বোলিং-কে সম্মান জানাতে তাঁর গ্রামে একটি মিনি স্টেডিয়াম (mini-stadium) ও প্রকাশ্য জিম (open gym) বানানোর উদ্যোগ নিল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আমরোহার (Amroha) প্রশাসন। শুক্রবার জেলাশাসক ও অন্যান্য আধিকারিকরা গিয়ে স্টেডিয়াম ও জিমের জন্য প্রস্তাবিত জমিতে গিয়ে পরিদর্শন করেন।
দেখুন ভিডিয়ো:
Uttar Pradesh | Following Team India pacer Mohammed Shami's performance in the Nov 12 semi-final match of the ICC World Cup, DM Amroha Rajesh Tyagi says, "A proposal has been made to construct a mini-stadium and open gym in the village (Sahaspur Alinagar) of Mohammed Shami." pic.twitter.com/sh70MMQcuS
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) November 17, 2023
এপ্রসঙ্গে আমরোহার জেলাশাসক রাজেশ ত্যাগী (DM Amroha Rajesh Tyagi) বলেন, "মহম্মদ শামির গ্রাম সাহসপুর আলিনগরে (Sahaspur Alinagar) একটি মিনি স্টেডিয়াম ও প্রকাশ্য জিম তৈরির প্রস্তাব নেওয়া হয়েছে।" আরও পড়ুন: CWC 2023 Final Umpires, IND vs AUS: বিশ্বকাপ ফাইনালে ম্যাচ পরিচালকদের নাম ঘোষণা, থাকছেন ভারতের আনলাকি দুই আম্পয়ার
Following Team India pacer @MdShami11's performance in the semi-final match of the ICC World Cup, @dmamroha #RajeshTyagi says, "A proposal has been made to construct a mini-stadium and open gym in the village (Sahaspur Alinagar) of @MdShami11." #ICCWorldCup2023 #WorldcupFinal pic.twitter.com/Glm5jShzYF
— Sanjay Jha (@JhaSanjay07) November 17, 2023