রবিবার, আমেদাবাদে বিশ্বকাপের ফাইনালে কারা ম্যাচ পরিচালনা করবেন, তার তালিকা ঘোষণা করল আইসিসি। নিয়ম মেনে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের সবাই নিরপেক্ষ দেশের আম্পয়ার থাকছেন। এবার বিশ্বকাপের ফাইনালে ম্যাচ মাঠে দাঁড়িয়ে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলেন ইংল্যান্ডের দুই আম্পয়ার। রোহিত শর্মা বনাম প্যাট কামিন্সদের ফাইনালে অনফিল্ড আম্পয়ারের ভূমিকায় থাকছেন ইংল্যান্ডের দুই রিচার্ড- রিচার্ড কেটেলবরো (Richard Kettleborough) এবং রিচার্ড ইলিংওর্থ (Richard Illingworth)। দুই অনফিল্ড আম্পায়ারদের নাম শুনে ভারতীয় সমর্থকরা কিছুটা ঘাবড়ে গিয়েছেন।
কারণ ২০১৯ বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনালে অনফিল্ড আম্পায়ার ছিলেন এই দুই রিচার্ডই। সেই সেমিফাইনালে হারের পর কেটেলবরো এবং ইলিংওয়ার্থ- রিচার্ড জুটিকে ভারতীয় ক্রিকেটের পক্ষে অভিশপ্তই মনে করা হয়। ২০১৫ বিশ্বকাপের ফাইনালে মেলবোর্নে নিউ জিল্যান্ডকে হারিয়ে কাপ জিতেছিল অস্ট্রেলিয়া, সেই ফাইনালে আম্পয়ার হিসেবে ছিলেন কেটেলবরো।
তবে রোহিত শর্মারা যেভাবে অনায়াসে ফাইনালে উঠেছেন, আর স্পিনের বিরুদ্ধে অজি ব্যাটারদের পা যেভাবে কাঁপছে,তাতে আম্পয়ারদের নাম শুনে ঘাবড়ে না যাওয়াটাই বুদ্ধিমানের। প্রসঙ্গত, প্রথম সেমিফাইনালে (ভারত বনাম নিউজিল্যান্ড) অনফিল্ড আম্পায়ার ছিলেন রিচার্ড ইলিংওয়ার্থ। তাতে টিম ইন্ডিয়ার জয়ে কিছু যায় আসেনি। আধুনিক ক্রিকেটে আম্পায়ারদের ভূমিকা কিছুটা কমে এসেছে, কারণে প্রায় সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই যায় টিভি বা থার্ড আম্পয়ারের কাছে। তবে এটাও ঠিক এলবি আউটের ক্ষেত্রে অনফিল্ড আম্পয়ারের একটা সফট সিগন্যাল পুরো ম্যাচের ফল বদলে দিতে পারে। মোদী স্টেডিয়ামে ফাইনালে তৃতীয় আম্পয়ারের ভূমিকায় থাকবেন ক্যারিবিয়ান জোয়েল উইলসন। আর ম্যাচ রেফারির দায়িত্বে জিম্বাবোয়ের অ্যান্ডি পাইক্রফট।
২০২৩ বিশ্বকাপ ফাইনালের আম্পায়াররা
অনফিল্ড আম্পায়ার: রিচার্ড কেটেলবরো, রিচার্ড ইলিংওয়ার্থ
তৃতীয় আম্পয়ার: জোয়েল উইলসন
ম্যাচ রেফারি: অ্যান্ডি পাইক্রফট
২০১৯ বিশ্বকাপ ফাইনালের আম্পায়াররা
অনফিল্ড আম্পায়ার: মারাইস এরাসমাস,কুমার ধর্মসেনা
তৃতীয় আম্পয়ার:রড টুকের
ম্যাচ রেফারি: রঞ্জন মাদুগালে
২০১৫ বিশ্বকাপ ফাইনালের আম্পায়াররা
অনফিল্ড আম্পায়ার: রিচার্ড কেটেলবরো,কুমার ধর্মসেনা
তৃতীয় আম্পয়ার: মারাইস এরাসমাস
ম্যাচ রেফারি: রঞ্জন মাদুগালে
২০১১ বিশ্বকাপ ফাইনালের আম্পায়াররা
অনফিল্ড আম্পায়ার: আলিম দার,সাইমন টাফেল
তৃতীয় আম্পয়ার:ইয়ান গোল্ড
ম্যাচ রেফারি: জেফ ক্রো