Police removes group of spectators (Photo Credits: @yenkarthick/Twitter)

সিডনি টেস্টের (Sydney Cricket Ground) চতুর্থ দিনেও বর্ণবৈষম্যের (Racial abuse) অভিযোগ। আজ আবারও দর্শকদের মধ্যে থেকে ভারতীয় পেসার মহম্মদ সিরাজের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়। যদিও আজ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। কয়েকজন দর্শককে বের করে দেওয়া হয় মাঠ থেকে। ঘটনাটি ঘটে চা বিরতিতে যাওয়ার কিছু আগে। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় আবারও মহম্মদ সিরাজের (Mohammed Siraj) উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়। সিরাজ বিষয়টি অধিনায়ক অজিঙ্ক রাহানেকে জানান। এরপর আম্পায়ারদের সঙ্গে কথা বলেন ভারত অধিনায়ক। মাঠের ২ আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় ম্যাচ রেফারির সঙ্গে। রাহানে, সিরাজদের কাছে জানতে চাওয়া হয় কোন জায়গা থেকে এমন মন্তব্য করা হচ্ছে। তাঁরা সেই দিকের দর্শকদের দেখিয়ে দিলে পুলিশে ৬ জনকে মাঠ থেকে বের করে দেয়। আম্পায়ার পল রেফেল এবং পল উইলসনকেও বাউন্ডারি লাইনে গিয়ে সুরক্ষা কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখা যায়।

গতকাল তৃতীয় দিনের খেলা চলাকালীন প্রথমে বর্ণবিদ্বেষের শিকার (Racially Abused) হন ভারতীয় দলের বোলার মহম্মদ সিরাজ ও জসপ্রিত বুমরা (Jasprit Bumrah)। তারপরেই টিম ইন্ডিয়ার পক্ষ থেকে সরকারিভাবে অভিযোগ দায়ের করা হয় ম্যাচ রেফারির কাছে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বেশ কয়েকজন মত্ত সমর্থক বিদ্বেষমূলক মন্তব্য করেন সিরাজকে উদ্দেশ্য করে। যে মন্তব্য রীতিমত ‘আপত্তিজনক’। তারপরেই ঘটনা প্রথমে অধিনায়ক রাহানে সহ দলের সিনিয়র ক্রিকেটারদের জানানো হয়। তার পরেই রাহানে আম্পায়ারের কাছে বিষয়টি রিপোর্ট করেন। আরও পড়ুন: IND vs AUS: সিডনিতে বর্ণবিদ্বেষের শিকার মহম্মদ সিরাজ ও জসপ্রিত বুমরা, অভিযোগ দায়ের টিম ইন্ডিয়ার

২০০৮ সালের মনকিগেট কেলেঙ্কারি এখনও ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্কের ক্ষেত্রে এক বড় ক্ষত। ১৩ বছর আগে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীনই বর্ণবিদ্বেষের অভিযোগ তুলেছিলেন এন্ড্রু সাইমন্ডস। হরভজন সিং তাঁকে বিদ্বেষী মন্তব্য করে ‘বাঁদর’ বলেছিলেন, এমন অভিযোগ করেন অজি অলরাউন্ডার। তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। হরভজনকে প্ৰথমে তিনটে টেস্ট ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়। পরে অবশ্য শাস্তি ফিরিয়ে নেওয়া হয়।