Narendra Modi and MS Dhoni (Photo Credits: Facebook/ Getty Images)

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) কৃতজ্ঞতা জানিয়ে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। দীর্ঘ দেড় দশক ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি লিখেছেন তিনি। শনিবার, ধোনি ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। ১৫ অগাস্ট সন্ধ্যা ৭ টা ৩২ মিনিটে ইনস্টাগ্রামে ধোনি বলেন, "ধন্যবাদ। সারা জীবন ভালোবাসা এবং সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। সন্ধ্যা ৭ টা ২৯ মিনিট থেকে আমায় অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করতে পারেন।"

অবসরের পর ধোনিকে চিঠি পাঠান প্রধানমন্ত্রী। চিঠিতে নরেন্দ্র মোদি লিখেছেন, "আপনার ট্রেডমার্ক অদম্য স্টাইলে এমন একটি ভিডিয়ো শেয়ার করেছেন যা পুরো দেশের জন্য আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে যথেষ্ট ছিল। ১৩০ কোটি ভারতীয়রা হতাশ হয়েছিলেন, তবে ভারতীয় ক্রিকেটের জন্য আপনি যা করেছেন তার জন্য চিরকাল কৃতজ্ঞ।" আজ টুইটারে ধোনি প্রধানমন্ত্রীর পাঠানো সেই চিঠি প্রকাশ করেছেন ও পালটা তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। ধোনি লিখেছেন, “একজন শিল্পী, সৈনিক এবং ক্রীড়াবিদ তাঁর জন্য যা কামনা করেন তা হল প্রশংসা, এটা চান যে তাঁদের কঠোর পরিশ্রম এবং ত্যাগের বিষয়টি সবার নজরে পড়েছে এবং প্রশংসা পাচ্ছে। আপনার প্রশংসা ও শুভকামনার জন্য আপনাকে ধন্যবাদ।" আরও পড়ুন: MS Dhoni Retirement From International Cricket: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মহেন্দ্র সিং ধোনি

ভারতীয় ক্রিকেটের সর্বাধিক সফল অধিনায়ক হিসাবে অবসর নিলেন ধোনি। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপ এবং ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তাঁর নেতৃত্বে জিতেছে ভারত। সর্বশেষ ২০১৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছেন তিনি। ওই ম্যাচে ভারত নিউজিল্যান্ডের কাছে হেরেছিল। আসন্ন আইপিএল-এ তিনি খেলবেন। ইতিমধ্যেই তিনি দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন।