আইপিএল ২০২৪-এর ৩৩তম ম্যাচে পঞ্জাব কিংস (PBKS) খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে। আজ ১৮ এপ্রিল মোহালির মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। চলতি মরসুমে প্রথমবারের মতো আইপিএল আয়োজন করছে এই স্টেডিয়াম। পিবিকেএস এবং এমআই উভয়ই লিগে পয়েন্ট টেবিলে তাদের বর্তমান অবস্থানের কারণে ম্যাচ জয়ের দিকে তাকিয়ে থাকবে। চলমান লিগে দুই দলেরই অবস্থা একরকম। পঞ্জাব অষ্টম স্থানে থাকলে মুম্বই নবম স্থানে রয়েছে। উভয় দলই ছয়টি ম্যাচ খেলেছে, দুটিতে জিতেছে এবং চারটি ম্যাচ হেরেছে। উভয় দলের মোট আট পয়েন্ট থাকলেও পিবিকেএসের নেট রান রেট এমআইয়ের চেয়ে ভাল। আজকের বড় জয় তাদের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে নিয়ে যেতে পারে। দুই দলই নিজেদের ঘরের মাঠে আগের ম্যাচে হেরেছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০ রানে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। আরআর-এর কাছে ৩ উইকেটে হেরেছে পঞ্জাব কিংস। Rohit Sharma Meets Young Version of Himself: নিজের সেই ২০ বছর পুরনো রূপ দেখে আবেগে ভাসলেন রোহিত শর্মা, দেখুন ভাইরাল ভিডিও
Bhaus from 𝙈𝙪𝙢𝙗𝙖𝙞 have arrived to take 🔛 the 𝙋𝙪𝙣𝙟𝙖𝙗 ke Puttar 🤜🤛#PBKSvMI #TATAIPL #IPLonJioCinema | @mipaltan pic.twitter.com/VrHBpHhmaM
— JioCinema (@JioCinema) April 18, 2024
পঞ্জাব কিংসঃ অথর্ব তাইড়ে, জনি বেয়ারস্টো, প্রভসিম্রান সিং, স্যাম কারান (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শশাঙ্ক সিং, লিয়াম লিভিংস্টোন, আশুতোষ শর্মা, হরপ্রিত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং, রাহুল চাহার, বিধবাথ কাভেরাপ্পা, হারপ্রিত সিং ভাটিয়া, নাথান এলিস, তানয় ত্যাগরাজন, শিবম সিং, শিখর ধাওয়ান, রাইলি রুশো, ক্রিস ওকস, ঋষি ধাওয়ান, সিকন্দর রাজা, প্রিন্স চৌধুরী, বিশ্বনাথ সিং।
মুম্বই ইন্ডিয়ান্সঃ রোহিত শর্মা, ইশান কিষাণ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), টিম ডেভিড, রোমারিও শেফার্ড, মহম্মদ নবি, শ্রেয়স গোপাল, জেরাল্ড কোয়েটজি, জসপ্রিত বুমরাহ, আকাশ মাধওয়াল, দেওয়াল্ড ব্রেভিস, নমন ধীর, নেহাল ওয়াদেরা, হারভিক দেশাই, শামস মুলানি, অর্জুন তেন্ডুলকর, কুমার কার্তিকেয়, শিবালিক শর্মা, অংশুল কাম্বোজ, নুয়ান তুষারা, কোয়েনা মাফাকা, লুক উড, পীযূষ চাওলা।
কবে, কোথায় আয়োজিত হবে ২০২৪ আইপিএলের পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ?
১৮ এপ্রিল চণ্ডীগড়ের মুল্লানপুর মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Maharaja Yadavindra Singh International Cricket Stadium, Mullanpur, Chandigarh) আয়োজিত হবে ২০২৪ আইপিএলের পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ।
কখন থেকে শুরু হবে ২০২৪ আইপিএলের পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ?
২০২৪ আইপিএলের পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ২০২৪ আইপিএলের পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ
সরাসরি টিভিতে ২০২৪ আইপিএলের পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ২০২৪ আইপিএলের পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।