PBKS vs GT (Photo Credit: GT/ X)

পঞ্জাব কিংস (PBKS) এবং গুজরাত টাইটান্স (GT) চলতি আইপিএল ২০২৪-এর ৩৭তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে। আজ ডাবলহেডারের দিনে রবিবার (২১ এপ্রিল) দ্বিতীয় ম্যাচে মোহালির মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। টানা তিন ম্যাচে হারের পর আজ অধিনায়ক স্যাম কারানের নেতৃত্বাধীন পিবিকেএস ফের ঘরের মাঠে নামবে খেলতে। আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে শক্তিশালী বোলিং প্রচেষ্টা সত্ত্বেও তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পরে ১৯২ রান দেয়। রান তাড়া করার সময় পঞ্জাব টপ অর্ডারে বিভিন্ন ব্যাটিং বিকল্প নিয়ে এসেছিল তবে ফলাফল দেয়নি। এরপর আশুতোষ শর্মা মাত্র ২৮ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন। কিন্তু তা বৃথা যায় এবং নয় রানের ব্যবধানে খেলাটি হেরে যায় তারা। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লজ্জাজনক হারের স্বাদ পেয়েছে জিটি। প্রথমে ব্যাট করতে নেমে জিটি ব্যাটাররা তাসের ঘরের মতো অলআউট হয়ে যায় ৮৯ রানে, যা আইপিএলে তাদের সর্বনিম্ন স্কোর চিহ্নিত করে। এরপর দিল্লির ব্যাটাররা ৬ উইকেট বাকি থাকতেই জয় তুলে নেন। Rinku Singh Breaks Virat Kohli's Bat: 'তোমার দিব্যি আর ভাঙব না', বিরাটের ব্যাট ভেঙ্গে ক্ষমা চাইতে এলেন রিঙ্কু সিং; দেখুন ভিডিও

গুজরাত টাইটানসঃ ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শুভমন গিল (অধিনায়ক), সাই সুদর্শন, ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান, রাশিদ খান, মোহিত শর্মা, নূর আহমেদ, স্পেন্সার জনসন, সন্দীপ ওয়ারিয়ার, শরথ বিআর, দর্শন নালকান্ডে, সাই কিশোর, মানব সুথার, ম্যাথু ওয়েড, বিজয় শঙ্কর, উমেশ যাদব, কেন উইলিয়ামসন, জয়ন্ত যাদব, জোশুয়া লিটল, কার্তিক ত্যাগী, আজমতুল্লাহ ওমরজাই, সুশান্ত মিশ্র।

পঞ্জাব কিংসঃ স্যাম কারান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, প্রভসিম্রান সিংহ, লিয়াম ভাটিয়া, শশাঙ্ক সিংহ, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), আশুতোষ শর্মা, হরপ্রিত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাডা, অর্শদীপ সিংহ, রাহুল চাহার, শিবম সিংহ, ঋষি ধাওয়ান, বিধান কাভেরাপ্পা, অথর্ব তাইদে, জনি বেয়ারস্টো, নাথান এলিস, তানয় ত্যাগরাজন, শিখর ধাওয়ান, ক্রিস ওকস, সিকন্দর রাজা, প্রিন্স চৌধুরী, বিশ্বনাথ সিংহ।

কবে, কোথায় আয়োজিত হবে ২০২৪ আইপিএলের পঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ?

২১ এপ্রিল মোহালির মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ( Maharaja Yadavindra Singh International Cricket Stadium, Mullanpur) আয়োজিত হবে ২০২৪ আইপিএলের পঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ।

কখন থেকে শুরু হবে ২০২৪ আইপিএলের পঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ?

২০২৪ আইপিএলের পঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ২০২৪ আইপিএলের পঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ

সরাসরি টিভিতে ২০২৪ আইপিএলের পঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ২০২৪ আইপিএলের পঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।