পাঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংস

আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২১-র (IPL 2021) অষ্টম ম্যাচ। ২২ গজের যুদ্ধে মুখোমুখি নামবে পাঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংস (PBKS vs CSK )। প্রথম ম্যাচে জয়লাভ করে অনেকটা আত্মবিশ্বাসী পাঞ্জাব কিংস। অন্যদিকে প্রথম ম্যাচে জয়লাভ করতে পারেনি চেন্নাই। তাই আজ চেন্নাইয়ের ওপর চাপ একটু বেশিই বহাল থাকবে। হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই দলে। আজ সন্ধে সাড়ে ৭টায় মুম্বইয়ের ওয়াঙখেড়ে স্টেডিয়ামে হবে ম্যাচ।

কারা নামতে পারেন তবে আজকের ম্যাচে? জেনে নিন ড্রিম ইলেভেনের পাঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের সম্ভাব্য একাদশ।

আরও পড়ুন, বিরাট, জসপ্রীত, রোহিত শর্মার সঙ্গে একবছরের চুক্তি করল বিসিসিআই

পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ-

কে এল রাহুল (সম্ভাব্য উইকেটকিপার), মায়াঙ্ক আগারওয়াল, ক্রিস গেইল, দীপক হুডা, নিকোলাস পূরণ, শাহরুখ খান, জে রিচার্ডসন, মুরুগান অশ্বিন, রিলেই মেরিডিথ, মহম্মদ শামি, অর্শদীপ সিং।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ-

ফাফ ডু প্লেসিস, রুতুরাজ গায়কোয়াড়, সুরেশ রায়না, মইন আলি, অম্বাতি রায়ডু, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার।