প্যাট কামিন্স ইঙ্গিত দিয়েছেন, চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রতিটি একদিনের আন্তর্জাতিকে তিনি অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করবেন না। অ্যাসেজের শেষ টেস্টের পরে তিন সপ্তাহের বিরতি থাকবে, তারপর ফিরবে সাদা বলের ক্রিকেটে। আগস্টের শেষের দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ ও একদিনের সিরিজ শুরু হবে। ইংল্যান্ডে শেষ টেস্টের পরই দল ঘোষণা করা হবে। গত অক্টোবরে অ্যারন ফিঞ্চের অবসরের পর কামিন্সকে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়। এরপর থেকে অস্ট্রেলিয়া এই ফরম্যাটে মাত্র ৬টি ম্যাচ খেলেছে, কিন্তু কামিন্স খেলেছেন মাত্র ২টি। ইংল্যান্ডের বিপক্ষে এক খেলায় অধিনায়কের দায়িত্ব পালন করেন জশ হ্যাজেলউড। কিন্তু মায়ের মৃত্যুর পর কামিন্স অনুপস্থিত থাকায় স্টিভেন স্মিথ ভারতের বিপক্ষে সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করেন। ENG Squad Announced, Ashes 2023: পঞ্চম টেস্টের জন্য অপরিবর্তিত একাদশের ঘোষণা ইংল্যান্ডের
Pat Cummins indicated he may not lead Australia in every ODI leading into the World Cup this year
He has captained the side for only two ODIs since his appointment last October 👉 https://t.co/agQsAvik3t #ENGvAUS #CWC23 pic.twitter.com/1GliEcbVdE
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 27, 2023
ওল্ড ট্র্যাফোর্ডে কামিন্স ভালো না করায় বোলার ও অধিনায়ক হিসেবে কাজের চাপ সামলানো যায় কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আগামী কয়েক মাসে ভূমিকা কেমন হবে, তা নিয়ে তিনি স্বচ্ছন্দ। এই প্রসঙ্গে তিনি বলেন, "আমি জানি নির্বাচকরা স্পষ্ট করে বলে দিয়েছেন যে, দলে আমি প্রথম বোলার। তাই বিশ্বকাপের আগে যদি এমন কিছু ম্যাচ ম্যানেজ করতে হয়, সেটি প্রতিটি ম্যাচে অধিনায়কের ধারাবাহিকতার চেয়ে বেশি গুরুত্ব পায়। আমরা সেটা ম্যানেজ করব, কিন্তু আমাদের চারপাশে খেলোয়াড় ও কর্মীদের একটি দুর্দান্ত দল রয়েছে।"