Babar Azam and Ben Stokes, England Tour of Pakistan (Photo Credit: Pakistan Cricket/ Twitter)

পাকিস্তান ও ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচটি উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ, এই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বেন স্টোকসের ইংল্যান্ড। ২২ বছর পর পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিততে সক্ষম হয়েছে ইংল্যান্ড। দুর্বল পাকিস্তানি দলের বিপক্ষে সিরিজে দুর্দান্ত খেলেছে সফরকারীরা। তাদের বোলিং লাইনআপে শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের মতো বোলার না থাকায় ইংল্যান্ডের সুবিধাও হয়েছে। ইংল্যান্ডের 'বাজবল' প্রথম বিদেশের মাটিতে কঠিন মুহূর্তে সফল হয়ে। কারণ, বেন স্টোকস-ব্রেন্ডন ম্যাককালামের (Ben Stokes-Brendon McCullum) ফর্মুলা এখন ৯টি টেস্টের মধ্যে ৮টিতেই কাজ করেছে এবং এখন সিরিজ জয়ের জন্য মুখিয়ে রয়েছে ইংল্যান্ড। জেমস অ্যান্ডারসনকে (James Anderson) বিশ্রাম দেওয়ার পাশাপাশি পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার আজহার আলিকে (Azhar Ali)ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাট থেকে অবসর নেবেন।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)

১৭ ডিসেম্বর ন্যাশনাল স্টেডিয়াম, করাচি (National Stadium, Karachi) ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।। ভারতীয় সময় অনুসারে (IST) সকাল ১০ঃ৩০-এ খেলা শুরু হবে। সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি- লিভ (Sony Liv App) অ্যাপে ।