Pakistan Shaheens vs Bangladesh A, Top End T20 2025 Live Scorecard: পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ এ, টপ এন্ড টি২০ ২০২৫ (Top End T20 2025)-এর প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ১৪ আগস্ট ডারউইনের টিআইও স্টেডিয়ামে (TIO Stadium, Darwin) মুখোমুখি হয়েছে Pakistan Shaheens বনাম Bangladesh A। অধিনায়ক নুরুল হাসান (Nurul Hasan) ১৬ বলে ২২ রান করেন। বাকি কোনও ব্যাটসম্যানই টিকে থাকতে না পারায় ১৪৮ রানে অলআউট হয়ে যায় দল। পাকিস্তানের হয়ে ফয়সাল আকরাম (Faisal Akram) এবং সাদ মাসুদ (Saad Masood) ৩টি করে উইকেট নেন। এছাড়া মহম্মদ ওয়াসিম (Muhammad Waseem) ২টি উইকেট নেন। St Kitts and Nevis Patriots vs Antigua and Barbuda Falcons, CPL 2025 Live Streaming: সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস বনাম অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বুডা ফ্যালকনস, সিপিএল ২০২৫; সরাসরি দেখবেন যেখানে
পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ এ, টপ এন্ড টি২০ ২০২৫ স্কোরকার্ড
Shaheens soar to 79-run victory 🦅#TopEndT20 #BangladeshCricket #BDCricTime pic.twitter.com/aZiMhX7p9o— bdcrictime.com (@BDCricTime) August 14, 2025
এর আগে এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাক এ দল। এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে দলের তিন ওপেনার হাফসেঞ্চুরি করেন। খোয়াজা মহম্মদ নাফায় (Khawaja Muhammad Nafay) ৩১ বলে ৮টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৬১ রান করে রানআউট হয়ে ফিরে যান। এছাড়া ইয়াসির খান (Yasir Khan) ৪০ বলে ৭টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৬২ রান করেন। তাকে আউট করেন মাহফুজুর রহমান রবি (Mahfuzur Rahman Rabby)। আবদুল সামাদ (Abdul Samad) ২৭ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন। বাকি দুটি উইকেট নেন হাসান মাহমুদ (Hasan Mahmud) এবং রাকিবুল হোসেন (Rakibul Hasan)। মোহাম্মদ ফাইয়াক (Muhammad Faiq)-কে ১০ বলে ১৮ রানে আউট করেন হাসান এবং রাকিবুল ১২ বলে ২৫ করা মহম্মদ ইরফান খান (Muhammad Irfan Khan)-কে আউট করেন।