Noman Ali and Sajid Khan (Photo Credit: Pakistan Cricket/ X)

PAK vs WI Test Series 2025: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। স্কোয়াডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের শেষ টেস্ট সিরিজ থেকে সাতটি পরিবর্তন করা রয়েছে। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরের পর দলে ফিরেছেন উদ্বোধনী ব্যাটার ইমাম-উল-হক। চোটের কারণে বাদ পড়া সাইম আইয়ুব ও ফর্মের বাইরে থাকা আবদুল্লাহ শফিকের পরিবর্তে মোহাম্মদ হুরায়রাকে দলে ফিরিয়ে আনা হয়েছে। স্পিন বিভাগে অফ স্পিনার সাজিদ খান ও মিস্ট্রি স্পিনার আবরার আহমেদকে নিয়ে ত্রিমুখী স্পিন আক্রমণ গড়ে দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার নোমান আলী। ওয়ার্কলোড সামলাতে বিশ্রাম দেওয়া হয়েছে আমির জামাল, মোহাম্মদ আব্বাস, মির হামজা ও নাসিম শাহকে। নির্বাচকরা খুররম শাহজাদকে ধরে রেখেছেন এবং মহম্মদ আলীকেও ফিরিয়ে এনেছেন। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আনক্যাপড ব্যাটার কাশিফ আলী। Pakistan Cricket Fined: স্লো ওভার রেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে পাকিস্তানের জরিমানা, কাটা গেল পয়েন্টও

কেপটাউন টেস্টে ডান হাতের চোট পাওয়া উইকেটরক্ষক-ব্যাটার হাসিবুল্লাহর জায়গায় দলে এসেছেন পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের প্রাক্তন অধিনায়ক রোহাইল নাজির। বেশ কয়েকজন খেলোয়াড় দলে ফিরলেও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের মাঝপথ থেকে বিশ্রামে থাকায় টেস্ট দল থেকে অনুপস্থিত ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। আগামী ১৭ জানুয়ারি থেকে মুলতানে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ইমাম-উল-হক, কামরান গুলাম, কাশিফ আলী, খুররম শাহজাদ, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক/ব্যাটার), নোমান আলী, রোহাইল নাজির (উইকেটরক্ষক/ব্যাটার), সাজিদ খান ও সালমান আলী আগা।