India Women's Cricket Team. (Photo Credits: X)

মহিলাদের টি-২০ বিশ্বকাপের (2024 Women ICC T20 World Cup) গ্রুপ পর্ব থেকে বিদায় নিল ভারত (India Women's National Cricket Team)। সোমবার দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে নিউ জিল্যান্ডের ৫৪ রানের জয়ে পরিষ্কার হয়ে গেল হরমপ্রীত কৌর-রা এবার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালেও উঠতে পারলেন না। পাকিস্তান এদিন কিউইদের হারিয়ে দিলে নেট রানরেটে সেমিফাইনালে ওঠার একটা সুযোগ ছিল ভারতীয় মহিলা দলের সামনে। কিন্তু জয়ের জন্য ১১০ রান তাড়া করতে গিয়ে পাকিস্তান ৫৬ রানে অল আউট হয়ে হেরে যায়। ফলে একই সঙ্গে বিদায় নেয় ভারত, পাকিস্তান। গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রেলিয়া (৮ পয়েন্ট), আর তিনটি ম্যাচে জিতে রানার্স হয়ে সেমিফাইনালে উঠল নিউ জিল্যান্ড (৬ পয়েন্ট)।

সেখানে দুটো ম্যাচে হেরে বিদায় নিল ভারত (৪ পয়েন্ট)। গত তিনটি টি-২০ বিশ্বকাপে অন্তত সেমিফাইনালে উঠেছিল ভারতীয় মহিলা দল। কিন্তু ২০১৮-র পর এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল হরমনপ্রীত সিংয়ের দলকে।

মহিলাদের টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারত

বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে দুবাইয়ে খেলবে গত তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (সম্ভাব্য প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা)। আর শুক্রবার দ্বিতীয় সেমিতে শারজায় খেলবে নিউ জিল্যান্ড (সম্ভাব্য প্রতিপক্ষ ইংল্যান্ড)।

গ্রুপ এ-র পয়েন্ট তালিকা (সব ম্যাচ খেলা শেষের পর)

১) অস্ট্রেলিয়া- ৮ পয়েন্ট

২) নিউ জিল্যান্ড: ৬ পয়েন্ট

৩) ভারত: ৪ পয়েন্ট

৪) পাকিস্তান: ২ পয়েন্ট

৫) শ্রীলঙ্কা: ০ পয়েন্ট

মহিলাদের টি-২০ বিশ্বকাপে ২০২৪-এ ভারতের ফল

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৫৮ রানে হার

পাকিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে জয়

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮২ রানে জয়

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ রানে হার