Pakistan Cricket Team (Photo: IANS)

দুবাই, ২৮ অগাস্ট: আজ এশিয়া কাপে (Asia Cup 2022) ভারতের মুখোমুখি হবে পাকিস্তান ক্রিকেট দল (India vs Pakistan)। আজ পাকিস্তান দলের খেলোয়াড়রা কালো বাহুবন্ধন (Black Armbands) পরে মাঠে নামবেন। পাকিস্তানে বন্যা ভয়াবহ আকার নিয়েছে। মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে। দেশের বন্যা দুর্গতদের প্রতি সংহতি প্রকাশ করতে রবিবার কালো বাহুবন্ধন পরবেন বাবর আজমরা (Babar Azam)। শনিবার সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম তাঁর দেশের বন্যা-দুর্গত মানুষের জন্য প্রার্থনা এবং সাহায্য করার জন্য বিশ্বের কাছে আবেদন করেছেন। বাবর বলেন, "আমাদের দেশের জন্য এটা একটা কঠিন সময় এবং আমরা সবাই ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করছি।"

এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করছে পাকিস্তান। ৩০ বছরের গড় বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে এই বছর ৩৮৮.৭ মিমি বৃষ্টি হয়েছে। বন্যায় লাখ লাখ মানুষ ঘরছাড়া। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তান সরকার। মৃত্যুর সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গিয়েছে। আহত হয়েছেন ১ হাজার ৫২৭ জন। কয়েক লাখ মানুষ ঘরছাড়া। প্রায় ৩৩ মিলিয়ন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। আরও পড়ুন: Pakistan Floods: পাকিস্তানে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ, মৃতের সংখ্যা হাজার ছাড়াল

জিও নিউজ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (NDMA) বরাত দিয়ে জানিয়েছে।, গত ২৪ ঘন্টায় কমপক্ষে ১১৯ জন মারা গিয়েছেন, ৭১ জন আহত হয়েছেন। তথ্য অনুসারে, বালুচিস্তানে (Balochistan) ৪ জন, গিলগিট বালতিস্তানে (Gilgit Baltistan) ৬ জন, খাইবার পাখতুনখোয়ায় (Khyber Pakhtunkhwa) ৩১ জন এবং সিন্ধ প্রদেশে (Sindh) ৭৬ জন মারা গিয়েছেন। বন্যায় কয়েক হাজার কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, ১৪৯টি সেতু ভেঙে পড়েছে। বালুচিস্তান দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।