Najam Sethi and Ramiz Raja (Photo Credit: Pakistan Cricket/ Twitter)

লাহোর: পাকিস্তান ক্রিকেট বোর্ডে (Pakistan Cricket Board) (পিসিবি) পরিবর্তন আসতে পারে, সাম্প্রতিক খবর অনুসারে রামিজ রাজাকে (Ramiz Raja)বোর্ডের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। শনিবার জিও নিউজের সূত্রের খবর অনুযায়ী, পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি (Najam Sethi) এ পদের জন্য শক্তিশালী প্রার্থী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও ( Shehbaz Sharif) রাজাকে সরিয়ে শেঠিকে ক্ষমতায় আনার ইঙ্গিত দিয়েছেন বলে জানা গেছে। আন্তঃপ্রাদেশিক সমন্বয় মন্ত্রণালয়ের (Inter-Provincial Coordination) (আইপিসি) সচিব চেয়ারম্যান পরিবর্তনের বিষয়ে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছেন। জানা গিয়েছে, লাহোরে শেঠির সঙ্গে মধ্যাহ্নভোজে বসেছিলেন শরিফ। সূত্রানুসারে, পিসিবির ২০১৪ সালের সংবিধান পুনর্বহাল করতে হবে। এটি পুনরুদ্ধারের পরে বিভাগীয় খেলাধুলা পুনরুজ্জীবিত হবে বলে প্রধানমন্ত্রীর বক্তব্য। সূত্র আরো জানায়, প্রধানমন্ত্রী ২০১৪ সালের পিসিবির গঠনতন্ত্র পুনর্বহালের নির্দেশ দিতে পারেন। Blind Cricket World Cup 2022: টানা তিনবার দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

পিসিবি চেয়ারম্যান হিসেবে রাজার বদলির খবর বেশ কয়েকবার প্রচারিত হলেও তিনি সেই দাবি নাকচ করে দিয়ে বলেছেন, তিনি কোথাও যাচ্ছেন না। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী রাজা গত বছরের সেপ্টেম্বরে তিন বছরের মেয়াদে পিসিবির ৩৬-তম সদস্যের চেয়ারম্যান হিসেবে সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০১৮ সালে ইমরান খান (Imran Khan) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় পিসিবি চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান শেঠি। ২০১৭ সালে শেঠিকে তিন বছরের মেয়াদে নিয়োগ করা হয়েছিল, তবে খানের সাথে তার তিক্ত সম্পর্কের ফলে তিনি দ্রুত পদত্যাগ করেছিলেন। ২০১৩ ও ২০১৪ সালে পিসিবি চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন শেঠি।