PCB Chairman Zaka Asraf (Photo Credit: PCB Media/ Twitter)

লাহোর: আর কয়েকদিনের মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ জুলাইয়ে নাজাম শেঠির কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর ফের বাইরে চলে যেতে পারেন। ক্রিকবাজ-এর একটি রিপোর্ট অনুযায়ী, এই পদক্ষেপের জন্য দেশের রাজনৈতিক দৃশ্যপটকে দায়ী করা যেতে পারে। আগামী ৯ আগস্ট নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণার সঙ্গে সঙ্গে বর্তমান শেহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকার তত্ত্বাবধায়কের মর্যাদায় রূপান্তরিত হয়। আইপিসির একটি নোটে বলা হয়েছে, রাজনৈতিক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত সকল প্রতিষ্ঠানের প্রধানদের অবিলম্বে চাকরিচ্যুতি নিশ্চিত করা এবং এ ধরনের সকল মামলা বাতিল বা অন্যভাবে অনুমোদনের জন্য কমিশনে প্রেরণ করা। এছাড়া পাকিস্তানের দণ্ডবিধি সম্পর্কিত দুটি মামলা বিবেচনার জন্য এবং যথাযথ আদেশের জন্য জমা দেওয়া হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান জাকা আশরাফের নাম। PAK vs AFG, 1st ODI: আফ্রিদি, রউফদের আগুনে আফগানরা অল আউট ৫৯ রানে, পেসারদের দাপটে বড় জয় পাকিস্তানের

আগামী ৩০ অগাস্ট থেকে শুরু হতে চলা এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। বর্তমানে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। এশিয়া কাপে পাকিস্তান সম্ভবত দু'বার ভারতের বিপক্ষে খেলবে। এর এক মাস পর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের আসর। ঘরের মাঠে ভারত বেশ শক্তিশালী হলেও কাগজে কলমে পাকিস্তান ফেভারিট শুরু করবে।