মুলতান, ১৮ অক্টোবর: ২৯ জানুয়ারি, ২০২১-র, পর ১৮ অক্টোবর, ২০২৪। দীর্ঘ প্রায় ৩ বছর ৯ মাস পর দেশের মাটিতে টেস্ট জিতল ইংল্যান্ড। আজ,শুক্রবার মুলতানে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ১৫২ রানে জিতল পাকিস্তান। ইংল্যান্ডকে ধরাশায়ী করে টেস্ট অধিনায়ক হিসেবে তাঁর প্রথম জয় পেলেন শান মাসুদ। প্রথম ইনিংসে ৭ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের স্মরণীয় স্পেল করে ম্যাচের সেরা হলেন পাকিস্তানের স্পিনার সাজিদ খান। অন্যদিকে, মুলতানে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রেকর্ড ৮২৩ রান করে ডিক্লেয়ার ঘোষণা করা ইংল্যান্ড একই মাঠ, একই পিচে দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ে ধরাশায়ী হল।
চোট সারিয়ে নেতৃত্বে ফেরা বেন স্টোকসের কাছে একেবারই ভাল গেল না মুলতানের দ্বিতীয় টেস্ট। ৩৬ রানে ২ উইকেট থেকে শুক্রবার টেস্টের চতুর্থ দিনে এদিন মাত্র ১০৮ রান যোগ করে বাকি ৮ উইকেট হারায় ব্রিটিশরা। পাক স্পিনার নোমান আলি দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটারদের পা কঁপিয়ে ৪৪ রান দিয়ে নেন ৮টি উইকেট। পাকিস্তানের দুই স্পিনার সাজিদ ও নোমান পুরো ম্যাচের ২০টি উইকেটই নেন। দ্বিতীয় ইনিংসে ৩৩.৩ ওভারে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়। নোমান আলি করেন ১৬.৩ ওভার, আর বাকি ১৭ ওভার বল করেন সাজিদ খান।
দুরন্ত জয় পাকিস্তানের
Winning moments 📸
Pakistan beat England by 1️⃣5️⃣2️⃣ runs 🏏#PAKvENG | #TestAtHome pic.twitter.com/AxAQX89cse
— Pakistan Cricket (@TheRealPCB) October 18, 2024
চলতি তিন ম্যাচের টেস্ট সিরিজের ফল এখন ১-১। তৃতীয় তথা শেষ টেস্ট শুরু ২৪ অক্টোবর থেকে রাওয়ালপিন্ডিতে। সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড জিতেছিল এক ইনিংস ও ৪৭ রানে। দ্বিতীয়টিতে ১৫২ রানে জিতে সিরিজে সমতায় ফিরল পাকিস্তান। শের মাটিতে শেষবার পাকিস্তান জিতেছিল ২০২১ সালের ২৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করাচিতে, ৭ উইকেটে।
মুলতানে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে পাকিস্তান করেছিল ৩৬৬। জবাবে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়েছিল ২৯১ রানে। ৭৫ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে পাকিস্তান করেছিল ২২১ রান। জয়ের জন্য ২৯৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে স্টোকসরা ১৪৪ রানে অল আউট হয়ে যান। বাবর আজমের জায়গায় দলে সুযোগ পেয়ে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন কামরন গুলাম (১১৮)।
আজকের আগে শেষবার পাকিস্তান টেস্টে জিতেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে জুলাইয়ে কলম্বোর মাঠে। এরপর টানা ৬টা টেস্ট ম্যাচে হারে ইমরান খানের দেশ। তার মধ্যে তিনটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, দুটি দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে, আর তারপর ক দিন আগে মুলতানে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচে।