হায়দরাবাদ: ২০২৩ পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের (ICC Cricket World Cup 2023) প্রথম ম্যাচে (campaign opener) নেদারল্যান্ডসকে (Netherlands) ৮১ রানে হারাল পাকিস্তান (Pakistan)।
শুক্রবার তেলাঙ্গানার (Telengana) হায়দরাবাদের (Hyderabad) রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Rajiv Gandhi International Cricket Stadium) প্রথমে ব্যাট করতে নেমে সৌদ শাকিলের (Pakistani cricketer Saud Shakeel's) দুরন্ত ৬৮ রানের সাহায্যে ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে ২৮৬ রান করে পাকিস্তান। বিশ্বকাপে নবাগত নেদারল্যান্ডসের সামনে জিততে গেলে ২৮৭ রানে লক্ষ্যমাত্রা রাখে পাকিস্তান। তার জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের দুরন্ত বোলিংয়ের সামনে ৪১ ওভারে ২০৫ রানে গুটিয়ে যান নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা। আরও পড়ুন: Asian Games 2022 Hockey: ৬৮টা গোল করে এশিয়াডে সোনা জিতে প্যারিস অলিম্পিক্সে ভারত, হাংঝৌতে পদকের ঐতিহাসিক সেঞ্চুরিতে হকি থেকে এল দেশের ২২তম সোনা
ICC Cricket World Cup: Pakistan beat Netherlands by 81 runs in Hyderabad.
— ANI (@ANI) October 6, 2023