Pakistan National Cricket Team vs West Indies National Cricket Team: পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়েছে। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মোট ২০ উইকেটের পতন ঘটে। নোমান আলী ৬ উইকেট নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয় ১৬৩ রানে। তবে নোমানের বীরত্ব নষ্ট করে পাকিস্তান ব্যাটিং অর্ডার ১৫৪ রানে গুটিয়ে যাওয়ায় ৯ রানের পিছিয়ে পড়ে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের হয়ে অভিষেক করা কাশিফ আলী তার টেস্ট ক্রিকেট কেরিয়ারের প্রথম ওভারেই মিকাইল লুইয়ের উইকেট নেন। নোমান আলী জাস্টিন গ্রিভস, তেভিন ইমলাচ ও কেভিন সিনক্লেয়ারকে আউট করে হ্যাটট্রিক করেন। অন্যদিকে, জোমেল ওয়ারিকান চার এবং মোতি ৩ উইকেট নেন। মোহাম্মদ রিজওয়ান ৭৫ বলে ৪৯ রান এবং ৬২ বলে ৩২ রান করেন সৌদ শাকিল। Noman Ali Hat-trick Video: প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করলেন নোমান আলী, দেখুন ভিডিও
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ
.@iMRizwanPak top-scores with 49 as Pakistan are all out for 154.
West Indies earn a lead of nine runs at stumps on day one 🏏#PAKvWI | #RedBallRumble pic.twitter.com/0UFiVBYVzv
— Pakistan Cricket (@TheRealPCB) January 25, 2025
পাকিস্তান স্কোয়াডঃ বাবর আজম, শান মাসুদ (অধিনায়ক), কামরান গোলাম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সলমন আগা, নোমান আলী, সাজিদ খান, খুররম শাহজাদ, আবরার আহমেদ, মোহাম্মদ আলী, ইমাম-উল-হক, রোহাইল নাজির, মহম্মদ হুরাইরা, কাশিফ আলী।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডঃ ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুই, কেসি কার্টি, কাভেম হজ, অ্যালিক আথানাজে, জাস্টিন গ্রিভস, জোশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), অ্যান্ডারসন ফিলিপ, কেভিন সিনক্লেয়ার, কেমার রোচ, জেডেন সিলস, গুদাকেশ মোতি, জোমেল ওয়ারিকান, তেভিন ইমল্যাচ, আমির জাঙ্গু।
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
২৬ জানুয়ারি মুলতান ক্রিকেট স্টেডিয়ামে (Multan Cricket Stadium) আয়োজিত হবে পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ।
কখন থেকে শুরু হবে পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ,দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে ফ্যানকোড (FanCode) অ্যাপে।