Pakistan National Cricket Teamm vs West Indies National Cricket Team: পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আজ ১৭ জানুয়ারি, শুক্রবার। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি হবে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে। ১৯ বছরের মধ্যে এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের প্রথম পাকিস্তান সফর। গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে হারের পর দলে সাতটি পরিবর্তন এনেছে পাকিস্তান। অধিনায়ক শান মাসুদ, সহ-অধিনায়ক সৌদ শাকিল, বাবর আজম, কামরান গুলাম, খুররম শাহজাদ, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলী ও সালমান আলী আগা দলে জায়গা ধরে রাখতে পেরেছেন। এক বছরেরও বেশি সময় ধরে খেলার বাইরে থাকা ওপেনার ইমাম উল হক দলে ফিরেছেন। ২০২৩ সালের ডিসেম্বরে শেষবার টেস্ট খেলেছিলেন ইমাম। IND vs PAK Documentary in Netflix: চির প্রতিদ্বন্দ্বীর লড়াই! আগামী মাসে নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ভারত-পাকিস্তান ডকু সিরিজ
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ
Lights, camera, BTS vibes 📸✨
Pakistan's pre-series headshots session in Multan 🎥#PAKvWI | #RedBallRumble pic.twitter.com/WKNFZMbgXL
— Pakistan Cricket (@TheRealPCB) January 16, 2025
পাকিস্তান স্কোয়াডঃ বাবর আজম, শান মাসুদ (অধিনায়ক), কামরান গোলাম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সলমন আগা, নোমান আলী, সাজিদ খান, খুররম শাহজাদ, আবরার আহমেদ, মোহাম্মদ আলী, ইমাম-উল-হক, রোহাইল নাজির, মহম্মদ হুরাইরা, কাশিফ আলী।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডঃ ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুই, কেসি কার্টি, কাভেম হজ, অ্যালিক আথানাজে, জাস্টিন গ্রিভস, জোশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), অ্যান্ডারসন ফিলিপ, কেভিন সিনক্লেয়ার, কেমার রোচ, জেডেন সিলস, গুদাকেশ মোতি, জোমেল ওয়ারিকান, তেভিন ইমল্যাচ, আমির জাঙ্গু।
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম টেস্ট ম্যাচ?
১৭ জানুয়ারি মুলতান ক্রিকেট স্টেডিয়ামে (Multan Cricket Stadium) আয়োজিত হবে পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম টেস্ট ম্যাচ।
কখন থেকে শুরু হবে পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম টেস্ট ম্যাচ?
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম টেস্ট ম্যাচ?
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম টেস্ট ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম টেস্ট ম্যাচ?
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম টেস্ট ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে ফ্যানকোড (FanCode) অ্যাপে।