Pakistan ODI Cricket Team (Photo Credit: Circle of Cricket/ X)

Pakistan National Cricket Team vs Sri Lanka National Cricket Team, Live Streaming: পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ ২০২৫ (ODI Series 2025)-এর তৃতীয় ওয়ানডে ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১৬ নভেম্বর মুখোমুখি হবে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান (PAK বনাম SA)। রাওয়ালপিন্ডির রাওয়ালপিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে (Rawalpindi Cricket Stadium, Rawalpindi) আয়োজিত হয়েছে এই ম্যাচ। পাকিস্তান চলমান ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে অজেয় লিড নিয়ে ইতিমধ্যেই জয়ী হয়েছে। প্রথম ম্যাচে পাকিস্তান ৬ রানের ব্যবধানে জেতে। যেখানে সলমন আলী আঘা (Salman Ali Agha) ওয়ানডে সেঞ্চুরি করেন। এরপর দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তান আরও ভালো করে। যেখানে বাবর আজাম সেঞ্চুরি করেন। এছাড়া ফখর জামান ৯৩ বলে ৭৮ রান করেন। Babar Azam Century: অবশেষে কাটল খরা, ওয়ানডেতে সেঞ্চুরি করে পাকিস্তানের জন্য ইতিহাস বাবর আজমের

পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, তৃতীয় ওয়ানডে ম্যাচ

পাকিস্তান স্কোয়াডঃ ফখর জামান, সাইম আইয়ুব, বাবর আজম, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আগা, হুসেন তালাত, হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), নাসিম শাহ, আবরার আহমেদ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ফয়সাল আকরাম, হাসিবুল্লাহ খান, ফাহিম আশরফ।

শ্রীলঙ্কা স্কোয়াডঃ পাথুম নিসঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক) সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালঙ্কা (অধিনায়ক) জনিথ লিয়ানেজ, কামিন্ডু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, প্রমোদ মাদুশান, অসিথা ফার্নান্দো, জেফ্রি ভান্ডারসে, পবন রথনায়কে, লাহিরু উদারা, মহেশ তীক্ষনা, ঈশান মালিঙ্গা।

কবে, কোথায় আয়োজিত হবে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, তৃতীয় ওয়ানডে ম্যাচ?

১৬ নভেম্বর রাওয়ালপিন্ডির রাওয়ালপিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে (Rawalpindi Cricket Stadium, Rawalpindi) আয়োজিত হবে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, তৃতীয় ওয়ানডে ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, তৃতীয় ওয়ানডে ম্যাচ?

পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, তৃতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ০০টেয়।

ভারতে টিভিতে কোথায় দেখবেন পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, তৃতীয় ওয়ানডে ম্যাচ?

পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, তৃতীয় ওয়ানডে ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে না।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, তৃতীয় ওয়ানডে ম্যাচ

পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, তৃতীয় ওয়ানডে ম্যাচ ভারতে অনলাইনে দেখা যাবে FanCode  অ্যাপে।