PAK vs SA T20I Series (Photo Credit: Proteas Men/ X)

Pakistan National Cricket Team vs South Africa National Cricket Team, Live Streaming: পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ ২০২৫ (T20I Series 2025)-এর তৃতীয় টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১ নভেম্বর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান (PAK বনাম SA)। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) আয়োজিত হয়েছে এই ম্যাচ। ক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক। রাওয়ালপিন্ডিতে প্রথম টি২০ ম্যাচে ৫৫ রানের জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। তবে গতরাতে লাহোরে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ফাহিম আশরাফের (Faheem Ashraf) ৪ উইকেট এবং সলমন মির্জার (Salman Mirza) ৩ উইকেটের সুবাদে মাত্র ১১০ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে সাইম আইয়ুবের (Saim Ayub) ৭১ রানের ইনিংসে জয় ৯ উইকেট জয় নিশ্চিত করে পাকিস্তান। Babar Azam: টি২০ ক্রিকেট সর্বোচ্চ রান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ে রোহিত শর্মাকে টপকালেন বাবর আজম

পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় টি২০ ম্যাচ

পাকিস্তান স্কোয়াডঃ সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, বাবর আজম, সলমন আগা (অধিনায়ক) উসমান খান, হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, উসমান তারিক, আবদুল সামাদ।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াডঃ রিজা হেন্ড্রিক্স, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টনি ডি জোরজি, দেওয়াল্ড ব্রেভিস, ম্যাথু ব্রেটজকে, ডোনোভান ফেরেইরা (অধিনায়ক), জর্জ লিন্ডে, করবিন বশ, লিজাদ উইলিয়ামস, নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি, ওটনেল বার্টম্যান, অ্যান্ডিল সিমেলেন, নাকাবায়োমজি পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস।

পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় টি২০ ম্যাচ?

১ নভেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) আয়োজিত হবে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় টি২০ ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় টি২০ ম্যাচ?

পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় টি২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় রাত ৯টায়।

ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় টি২০ ম্যাচ?

পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় টি২০ ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে না, তবে বাংলাদেশে দেখা যাবে টি-স্পোর্টসে (T Sports)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় টি২০ ম্যাচ

পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় টি২০ ম্যাচ ভারতে অনলাইনেও দেখা যাবে না, বাংলাদেশে দেখা যাবে Tapamad অ্যাপে।