Pakistan National Cricket Team vs South Africa National Cricket Team, Live Streaming: পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর দ্বিতীয় টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২২ অক্টোবর ম্যাচের তৃতীয় দিনে মুখোমুখি হবে PAK বনাম SA। রাওয়ালপিন্ডির রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে (Rawalpindi Cricket Stadium, Rawalpindi) আয়োজিত হয়েছে এই ম্যাচ। প্রোটিয়ারা টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে ১৮৫/৪ স্কোরে। এখনও পাকিস্তানের ৩৩৩ রানের স্কোর থেকে ১৪৮ রানে পিছিয়ে রয়েছে তারা। আরও গুরুত্বপূর্ণ হলো দক্ষিণ আফ্রিকার হয়ে ট্রিস্টান স্টাবসের (Tristan Stubbs) ৬৮ রানের অপরাজিত এবং কাইল ভেরেইনেসের (Kyle Verreynne) অপরাজিত ১০ রান। তারা প্রোটিয়াদের উদ্ধার করে পাকিস্তানের মোট স্কোরের আরও কাছে যাওয়ার চেষ্টা করছে। Pakistan Tri Nation Series 2025: সরে দাঁড়াল আফগানিস্তান, পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে খেলবে জিম্বাবয়ে
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় টেস্ট ম্যাচ
Tristan Stubbs and Tony de Zorzi help the Proteas cut down Pakistan’s first-innings lead 👊#PAKvSA | #WTC27 📝: https://t.co/OMV5JSbnec pic.twitter.com/QC5Hua741j
— ICC (@ICC) October 21, 2025
পাকিস্তান স্কোয়াডঃ শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, বাবর আজম, কামরান গোলাম, সৌদ শাকিল, মহম্মদ রিজওয়ান, সলমন আগা, সাজিদ খান, আবরার আহমেদ, খুররম শাহজাদ, আসিফ আফ্রিদি, ইমাম-উল-হক, হাসান আলী, শাহিন আফ্রিদি, রোহেল নাজির, নোমান আলী।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াডঃ এইডেন মার্করাম (অধিনায়ক), রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, করবিন বশ, কাইল ভেরিন (উইকেটরক্ষক), মার্কো জ্যানসেন, সেনুরান মুথুস্বামী, সাইমন হার্মার, কাগিসো রাবাডা, জুবায়ের হামজা, টনি ডি জোরজি, দেওয়াল্ড ব্রেভিস, প্রেনেলান সুব্রয়েন।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ম্যাচ?
২২ অক্টোবর রাওয়ালপিন্ডির রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে (Rawalpindi Cricket Stadium, Rawalpindi) আয়োজিত হবে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ম্যাচ?
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১০ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় সকাল ১১টায়।
ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ম্যাচ?
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে না, তবে বাংলাদেশে দেখা যাবে টি-স্পোর্টসে (T Sports)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ম্যাচ
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ম্যাচ ভারতে অনলাইনেও দেখা যাবে না, বাংলাদেশে দেখা যাবে Tapamad অ্যাপে।