আজ ৭ মে রবিবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পাকিস্তান-নিউজিল্যান্ড ৫ ম্যাচের সিরিজের পঞ্চম একদিবসীয় ম্যাচ। বাবর আজমের শতরানের সুবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে পাকিস্তান। ৩৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩২ রানেই গুটিয়ে যায় কিউইরা। অধিনায়ক টম ল্যাথাম ৭৬ বলে ৬০ রানের ইনিংস খেলেন। এর আগে বাবরের শতক ও শাহীন আফ্রিদির ক্যামিও ইনিংসে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে সিরিজের চতুর্থ একদিবসীয় ম্যাচে ৩৩৪ রানে ৬ উইকেট হারায় পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে শান মাসুদের ৪৪ রানের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় উইকেটে ৫০, আগা সালমানের ৫৮ রানের সঙ্গে চতুর্থ উইকেটে ১২৭ এবং ইফতিকার আহমেদের ২৮ রানের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৪১ রানের জুটি গড়েন বাবর। এরপর শাহিন ৭ বলে ৩ ছক্কা ও ১ টি বাউন্ডারিতে অপরাজিত ২৩ রান করেন।
𝐓𝐡𝐞 𝐛𝐢𝐠 𝐟𝐢𝐧𝐢𝐬𝐡!
A recap of @iShaheenAfridi's glorious striking in the last over 🦅💪#PAKvNZ | #CricketMubarak pic.twitter.com/tBNtBXkuDc
— Pakistan Cricket (@TheRealPCB) May 5, 2023
কবে, কোথায় আয়োজিত হবে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড পঞ্চম একদিবসীয় ম্যাচ?
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে (National Stadium, Karachi) পাকিস্তান বনাম নিউজিল্যান্ড পঞ্চম একদিবসীয় ম্যাচ আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড পঞ্চম একদিবসীয় ম্যাচ?
নিউজিল্যান্ডের পাকিস্তান সফরে, পঞ্চম একদিবসীয় ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪ঃ০০ টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ অ্যাপে (Sony-Liv)।