আজ ৩ মে বুধবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পাকিস্তান-নিউজিল্যান্ড ৫ ম্যাচের সিরিজের তৃতীয় একদিবসীয় ম্যাচ। শনিবার রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় একদিবসীয় ম্যাচে ফখর জামানের অপরাজিত ১৮০ রানের সুবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয় পাকিস্তান। ৩৩৭ রান তাড়া করতে নেমে ৪৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাবার আজমের দল। ৭ উইকেটে ম্যাচ জয়ে ফকরের দুর্দান্ত রান ছাড়াও বাবার আজম ৬৫ এবং মহম্মদ রিজয়ান ৫৪ রান করেন। এর আগে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে ৩৩৬ রান করে নিউজিল্যান্ড। ড্যারিল মিচেলের শতরান (১২৯) করেন, মাত্র ২ রানের জন্য শতরানের সুযোগ হারান অধিনায়ক টম লাথাম। নতুন দলে আসা চ্যাড বাউয়েস অর্ধ শতরান করেন। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। এই জয়ে আয়োজক পাকিস্তান সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
Match Day!
🏏 3rd ODI 🇵🇰🆚🇳🇿
⏰ 03:30 PM PKT
🏟️ National Bank Stadium, Karachi
#⃣ #PAKvNZ | #CricketMubarak pic.twitter.com/wC8oqsevGU
— Pakistan Cricket (@TheRealPCB) May 3, 2023
কবে, কোথায় আয়োজিত হবে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড তৃতীয় একদিবসীয় ম্যাচ?
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে (National Stadium, Karachi) পাকিস্তান বনাম নিউজিল্যান্ড তৃতীয় একদিবসীয় ম্যাচ আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড তৃতীয় একদিবসীয় ম্যাচ?
নিউজিল্যান্ডের পাকিস্তান সফরে, তৃতীয় একদিবসীয় ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ অ্যাপে (Sony-Liv)।