বুধবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে (National Stadium, Karachi) দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ফখর জামান (Fakhar Zaman), বাবর আজম (Babar Azam), মোহাম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) ও নাসিম শাহের (Naseem Shah) দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম একদিনের ম্যাচে ৬ উইকেটে জয় পায় পাকিস্তান। প্রথম একদিনের ম্যাচে স্বাগতিক দলের পারফরম্যান্স ভালো ছিল এবং চোটের শঙ্কা না থাকলে দলে পরিবর্তনের সম্ভাবনা কম। এর অর্থ হতে পারে যে সহ-অধিনায়ক শান মাসুদ (Shan Masood) আবার নিজেকে একাদশের বাইরে খুঁজে পেতে পারেন। হারের পরও প্রথম ওয়ানডে থেকে নিজেদের দল ধরে রাখতে পারে কিউইরা। বিশেষ করে লকি ফার্গুসনের (Lockie Ferguson) ওভারপ্রতি রান ছিল ৬.৩৭। ব্লেয়ার টিকনারের (Blair Tickner) সাথে অদলবদলই নিউজিল্যান্ডের একমাত্র পরিবর্তন। আহত ম্যাট হেনরির ( Matt Henry) পরিবর্তে ডগ ব্রেসওয়েলকে (Doug Bracewell) দলে নেওয়া হলেও তাঁর প্রাপ্যতা নিয়ে সংশয় রয়েছে।
কবে, কোথায় আয়োজিত হবে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় একদিনের ম্যাচ?
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে (National Stadium, Karachi) পাকিস্তান বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় একদিনের ম্যাচটি আয়োজিত হবে।
কখন থেকে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় একদিনের ম্যাচ?
পাকিস্তান বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় একদিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ০০ টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-Liv App) অ্যাপে।
Expect nothing less than a humdinger when the Kiwis face Pakistan in the 2nd #PAKvNZ ODI ?
Drop your prediction ? & catch LIVE action on #SonyLIV pic.twitter.com/cOTpUEtLre
— Sony LIV (@SonyLIV) January 11, 2023