আজ ২৯ এপ্রিল শনিবার রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পাকিস্তান-নিউজিল্যান্ড ৫ ম্যাচের সিরিজের দ্বিতীয় একদিবসীয় ম্যাচ। পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের একদিবসীয় সিরিজের প্রথম ম্যাচটি আয়োজকরা খুব সহজেই জিতে নেয়। পাকিস্তানের ব্যাটসম্যান ফখর জামান শতরান করেছেন। ইমাম-উল-হক, অধিনায়ক বাবর আজম, মহম্মদ রিজওয়ানের মতো ব্যাটসম্যানরা ব্যাট হাতে দারুণ অবদান রেখেছেন। নিউজিল্যান্ডের হয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন অ্যাডাম মিলনে। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করে কিউইরা। ওপেনার ড্যারিল মিচেলের দুরন্ত শতরান এবং তরুণ ওপেনার উইল ইয়ংও ভালো ব্যাটিং করলেও ৮৬ রানে আউট হয়ে যান। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ। অধিনায়ক বাবর আজম ৪৯ রানে আউট হন এবং এই প্রক্রিয়ায় ১২০০০ আন্তর্জাতিক রান অতিক্রমকারী দ্বিতীয় দ্রুততম এশীয় হন।
𝐌𝐚𝐭𝐜𝐡 𝐃𝐚𝐲
Who will come out on top in the second ODI at Pindi Cricket Stadium?#PAKvNZ pic.twitter.com/Hu7QBr973u
— Multan Sultans (@MultanSultans) April 29, 2023
কবে, কোথায় আয়োজিত হবে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় একদিবসীয় ম্যাচ?
রাওয়ালপিন্ডির রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে (Rawalpindi Cricket Stadium) পাকিস্তান বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় একদিবসীয় ম্যাচ আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় একদিবসীয় ম্যাচ?
নিউজিল্যান্ডের পাকিস্তান সফরে, দ্বিতীয় একদিবসীয় ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ অ্যাপে (Sony-Liv)।