বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে ভারী বৃষ্টির কারণে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। এরপর স্থানীয় সময় ১০টা ১০ মিনিটে পাঁচ ওভারের ম্যাচ খেলার ঘোষণা করেন আম্পায়ার আহসান রাজা ও আলিম দার। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) প্রথম বলেই অভিষিক্ত টিম রবিনসনের বলে দুটি লেগ বাই দেন এবং পরের বলে ব্যাটসম্যানকে বোল্ড করে মিডিল স্টাম্প ওড়ান। কিন্তু পাকিস্তানের ফিল্ডাররা উইকেট উদযাপন শুরু করতেই বৃষ্টি ফিরে আসে এবং খেলা অবশেষে বাতিল হয়। প্রায় চার বছর পর গত মাসে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ফাস্ট বোলার মহম্মদ আমির। দল থেকে বাদ পড়ার পর ২০২০ সালের ডিসেম্বরে অবসর নিলেও গত মাসে সিদ্ধান্ত পরিবর্তন করে কেরিয়ার পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেন ৩২ বছর বয়সী এই পাক পেসার। Saeed Anwar Social Media: সোশ্যাল মিডিয়ায় নেই অ্যাকাউন্ট, ব্লু টিক ভুয়ো আইডি রিপোর্টের আবেদন পাক ক্রিকেটার সাঈদ আনোয়ারের
RIPPER!
In time for a dose of @iShaheenAfridi's first-over magic 😎🦅#PAKvNZ | #AaTenuMatchDikhawan pic.twitter.com/1HwXDKVK1T
— Pakistan Cricket (@TheRealPCB) April 18, 2024
ব্যাটসম্যান উসমান খান, স্পিনার আবরার আহমেদ ও অলরাউন্ডার মহম্মদ ইরফান খানকে টি-টোয়েন্টি ক্যাপ দিয়েছে পাকিস্তান।
Welcoming the debutants 🤝
Watch the moment Usman Khan, Muhammad Irfan Khan and Abrar Ahmed received their T20I caps 🧢🌟#PAKvNZ | #AaTenuMatchDikhawan pic.twitter.com/rzd50GV78q
— Pakistan Cricket (@TheRealPCB) April 18, 2024
বাকি ম্যাচগুলো ২০ ও ২১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে এবং ২৫ ও ২৭ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হবে। আগামী জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই দলই নিজেদের বেঞ্চ স্ট্রেংথ পরীক্ষা করার সুযোগ পাবে এই সিরিজে। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2024) অধিনায়ক কেন উইলিয়ামসনসহ ৯ জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়ায় এই সিরিজে এসেছে নিউজিল্যান্ড।
After more than 3.5 years away, Mohammad Amir features once again for Pakistan 🏏
New Zealand have won the toss and chosen to bat first in Rawalpindi 👉 https://t.co/wvfgHVtLcn #PAKvNZ pic.twitter.com/dxARoHex2x
— ESPNcricinfo (@ESPNcricinfo) April 18, 2024