NZ vs PAK ODI Series 2023 (Photo Credit: Pakistan Cricket/ Twitter)

আজ ২৭ এপ্রিল সোমবার রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে পাকিস্তান-নিউজিল্যান্ড ৫ ম্যাচের একদিবসীয় সিরিজ। পাকিস্তান এই সিরিজে ফেভারিট হলেও কিউইরা বরাবরই অনেক বেশি শক্তিশালী বলে পরিচিত এবং তাই তাদের কোনোভাবেই ছোট করা যায় না। টি-টোয়েন্টি সিরিজ জিততে না পারায় একদিনের ট্রফির দিকেই নজর ছিল বাবর আজমের। টম ল্যাথামের নেতৃত্বাধীন দুর্বল নিউজিল্যান্ড দল টি-টোয়েন্টি সিরিজে যেভাবে লড়াই করেছে, এবারও সেভাবেই লড়াই করতে চাইবে।

পাকিস্তানের দল- বাবর আজম (ক্যাপ্টেন), শাদাব খান, আবদুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, হারিস সোহেল, ইহসানউল্লাহ, ইমাম-উল-হক, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সালমান আলী আগা, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ ও উসামা মীর।

নিউজিল্যান্ডের দল- টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্ক চ্যাপম্যান, চ্যাড বোয়েস, কোল McConchie, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, হেনরি শিপলি, ব্লেয়ার টিকনার, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), বেঞ্জামিন লিস্টার, অ্যাডাম মিলনে, জেমস নিশাম, রচিন রবীন্দ্র, ইশ সোধি, উইল ইয়ং।

কবে, কোথায় আয়োজিত হবে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড প্রথম একদিবসীয় ম্যাচ?

রাওয়ালপিন্ডির রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে (Rawalpindi Cricket Stadium) পাকিস্তান বনাম নিউজিল্যান্ড প্রথম একদিবসীয় ম্যাচ আয়োজিত হবে।

কখন থেকে শুরু হবে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড প্রথম একদিবসীয় ম্যাচ?

নিউজিল্যান্ডের পাকিস্তান সফরে, প্রথম একদিবসীয় ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪ঃ০০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ অ্যাপে (Sony-Liv)।