Pakistan National Cricket Team vs England National Cricket Team, 3rd Test: মুলতানে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা এনেছে পাকিস্তান। আজ, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে দুই দল। বিভিন্ন রিপোর্ট অনুসারে, রাওয়ালপিন্ডিতে স্পিনবান্ধব কন্ডিশন চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মুলতান টেস্টে পাকিস্তান স্পিনের সাহায্যে ২০ উইকেট নিয়েছিল এবং রাওয়ালপিন্ডিতেও একই কাজ করতে চাইবে। তবে ইংল্যান্ডের দলেও রেহান আহমেদ রয়েছে। সিরিজে টানটান উত্তেজনা থাকায় টসটি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং দল টস জিতলেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতে পারে। যদিও টেস্টে হেড টু হেড রেকর্ডের নিরিখে শান মাসুদের পাকিস্তানে বড় ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। মোট ৯১ ম্যাচে পাকিস্তান জয়ী হয়েছে ২২ বার এবং ইংল্যান্ড জয়ী হয়েছে ৩০ বার, এছাড়া ড্র হয়েছে ৩৯ বার। Pakistan vs England 3rd Test 2024: রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডকে ধরাশায়ী করতে পিচে চলছে ফ্যান, কালো কাপড়ে ঢাকা পিচের ছবি ভাইরাল
পাকিস্তান বনাম ইংল্যান্ড, তৃতীয় টেস্ট
পাকিস্তানের একাদশঃ শান মাসুদ (অধিনায়ক), কামরান গুলাম, সৌদ শাকিল, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, আমির জামাল, নোমান আলী, সাজিদ খান, জাহিদ মাহমুদ।
ইংল্যান্ডের একাদশঃ বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ (উইকেটরক্ষক), গাস অ্যাটকিনসন, রেহান আহমেদ, জ্যাক লিচ, শোয়েব বশির।
কবে, কোথায় আয়োজিত পাকিস্তান বনাম ইংল্যান্ড, তৃতীয় টেস্ট ম্যাচ?
২৪ অক্টোবর রাওয়ালপিন্ডির রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে (Rawalpindi Cricket Stadium, Rawalpindi) আয়োজিত হবে পাকিস্তান বনাম ইংল্যান্ড, তৃতীয় টেস্ট ম্যাচ।
কখন থেকে শুরু হবে পাকিস্তান বনাম ইংল্যান্ড, তৃতীয় টেস্ট ম্যাচ?
পাকিস্তান বনাম ইংল্যান্ড, তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১০:৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান বনাম ইংল্যান্ড, তৃতীয় টেস্ট ম্যাচ?
পাকিস্তান বনাম ইংল্যান্ড, তৃতীয় টেস্ট ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান বনাম ইংল্যান্ড, তৃতীয় টেস্ট ম্যাচ?
পাকিস্তান বনাম ইংল্যান্ড, তৃতীয় টেস্ট ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে ফ্যানকোড (FanCode) অ্যাপে।