আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বৈঠকে বসবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন কমিটি। কমিটিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ছাড়াও রয়েছেন ক্রীড়ামন্ত্রী আহসান মাজারি, মরিয়ম আওরঙ্গজেব, আসাদ মাহমুদ, আমিন উল হক, কামার জামান কায়রা, আর তারিক ফাতমি। Cricbuzz-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা আইসিসি এবং বিসিসিআই-এর কাছে একটি নিরাপত্তা প্রতিনিধিদলকে পাকিস্তান দলের ম্যাচের ভেন্যুতে যাওয়ার অনুমতি চেয়েছে। পিসিবি-র এক শীর্ষ কর্তার কথায়, "বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে একটি হাই প্রোফাইল বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।" IND vs PAK, ICC CWC To Reschedule: আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ এগিয়ে ১৪ অক্টোবর
The committee will deliberate on Pakistan's involvement in the mega-event tournament and specifically review Ahmedabad as the venue for the much-anticipated Pakistan vs. India clash
Read More: https://t.co/ggAWSNQdeW#CWC23 #PAKvIND pic.twitter.com/uOjPrjdg7e
— Cricket Pakistan (@cricketpakcompk) August 2, 2023
রিপোর্টে আরও বলা হয়েছে, বিসিসিআই পাকিস্তান দলের সঙ্গে কয়েকটি ম্যাচের সূচিতে সম্ভাব্য পরিবর্তন নিয়ে পিসিবির সঙ্গে কথা বলেছে। গত সপ্তাহে, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, একদিনের বিশ্বকাপের আয়োজক রাজ্যগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন বিসিসিআই কর্তারা, সেখানে ১৫ অক্টোবর থেকে ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ পরিবর্তন নিয়ে আলোচনা হয় কারণ সেই দিন নবরাত্রি উৎসবের প্রথম দিন। বিসিসিআই সচিব জয় শাহও জানিয়েছেন, আইসিসির সাথে আলোচনার পর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচিতে কিছু পরিবর্তন আনা হবে।