Rachin Ravindra (Photo Credit: NZC/ X)

NZ vs SL 2nd ODI Scorecard: বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১১৩ রানে হারিয়ে হ্যামিল্টনে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। সীমিত ওভারের অধিনায়ক হিসাবে মিচেল স্যান্টনারের এটি প্রথম ওয়ানডে সিরিজ জয়। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা টস জিতে ৩৭ ওভারের ম্যাচে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পরে নিউজিল্যান্ড ৯ উইকেটে ২৫৫ রানের স্কোর করতে সক্ষম হয়। রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান দ্বিতীয় উইকেটে ১১২ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডের ইনিংস অ্যাংকর করে। রবীন্দ্রের ৬৩ বলে ৭৯ রানের ঝলমলে ইনিংস, চ্যাপম্যানের ৫২ বলে ৬২ রানের ঝড়ো ইনিংসের সঙ্গে বৃষ্টির কারণে ৩৭ ওভারে নেমে আসা ম্যাচে চ্যালেঞ্জিং টার্গেটের ভিত গড়ে দেয়। সপ্তম শ্রীলঙ্কান হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করেন শ্রীলঙ্কার মাহিশা থিকশানা। বৃষ্টি এবং স্যাঁতসেঁতে আউটফিল্ডে এটাই শ্রীলঙ্কার সবচেয়ে বড় সাফল্য। SL vs AUS Test Series: শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেসার জশ হ্যাজেলউড

নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে স্কোরকার্ড

রান তাড়া করতে নেমে প্রথম ওয়ানডের মতোই হাল হয় শ্রীলঙ্কার। দুই ওপেনারই প্রভাব বিস্তার করতে ব্যর্থ হন। কুশল মেন্ডিস তাড়াতাড়ি আউট হলে তাদের সমস্যা আরও বেড়ে যায়। চারিথ আসালাঙ্কার অদ্ভুত এক রান আউট হলে পাওয়ার প্লেতে ২২/৪ রানে হোঁচট খায় দল। সুইং, সিম ও বাউন্সকে কাজে লাগিয়ে শ্রীলঙ্কার টপ অর্ডারের জীবনকে কঠিন করে তোলে কিউই পেসাররা। কামিন্দু মেন্ডিস ৬৬ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলে লঙ্কানদের লড়াইয়ে ফেরান। পঞ্চম উইকেটে জানিথ লিয়ানাগে (৩১ বলে ২২) ও চামিন্দু বিক্রমাসিংহের (২৭ বলে ১৭) সঙ্গে আরও ৪৭ রান যোগ করেন তিনি। তার প্রচেষ্টা সত্ত্বেও অন্য প্রান্তে উইকেট পড়তে থাকে। ২৯তম ওভারে তিনি আউট হলে তাঁদের হার নিশ্চিত হয়ে যায়। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে উইলিয়াম ও'রউর্ক ৩ উইকেট ও জ্যাকব ডাফি ২ উইকেট নেন।