New Zealand National Cricket Team vs England National Cricket Team, Dream11 Prediction: নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ (T20I Series)-এর তৃতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৩ অক্টোবর মুখোমুখি হবে NZ বনাম ENG। অকল্যান্ডের এডেন পার্কে (Eden Park, Auckland) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। ইংল্যান্ড দ্বিতীয় টি২০ ম্যাচে ৬৫ রানের ব্যবধানে জিতেছে এবং ৩ ম্যাচের সিরিজে ১-০ লিডে রয়েছে। এই সিরিজে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৯৮ রান করেন হ্যারি ব্রুক (Harry Brook) এবং সর্বোচ্চ ৪ উইকেট নেন আদিল রশিদ (Adil Rashid)। অন্যদিকে, নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেছেন টিম সেইফার্ট (Tim Seifert) এবং সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন কাইল জ্যামিসন (Kyle Jamieson)। NZ vs ENG 2nd T20I: দিওয়ালিতে ক্রাইস্টচার্চে বিস্ফোরণ ব্রুকদের, জখম কিউইরা
নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, তৃতীয় টি২০ ম্যাচ
After a rain-abandoned first game and a dominant win for England in the 2nd T20 the series heads to Auckland for the decider! ⚔️⁰The battle continues in the land of the Kiwis🔥
Watch the match live in HD and without ads only on tapmad!#NZvENG | #tapmad pic.twitter.com/VFSqDlICki
— tapmad (@tapmadtv) October 22, 2025
নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, তৃতীয় টি২০ ম্যাচের খুঁটিনাটি
আবহাওয়াঃ AccuWeather অনুযায়ী, অকল্যান্ডের এডেন পার্কে আবহাওয়া আজ বেশ ভালো। সারাদিন আকাশ পরিষ্কার থাকবে। অকল্যান্ডে খেলা চলাকালীন তাপমাত্রা প্রায় ২২° সেলসিয়াস এবং আর্দ্রতা ৭৩ শতাংশ থাকবে।
পিচ রিপোর্টঃ অকল্যান্ডের এডেন পার্কের উইকেট খুব ভালো। এডেন পার্ক ব্যাট করার জন্য আরেকটি চমৎকার ভেন্যু। এখানে ভালো বাউন্স এবং পেস রয়েছে। আকাশে মেঘ থাকলে শুরুর দিকে পেসারদের সুবিধা হতে পারে, তবে খেলা চলার সঙ্গে সঙ্গে ব্যাট করা সহজ হয়ে যাবে। বৃহস্পতিবার এই দুই দলের মধ্যে আরেকটি হাই-স্কোরিং ম্যাচ আমরা দেখতে পারি বলে আশা করা যায়।
টসঃ যে দল টসে জিতবে তারা প্রথমে বল করতে চাইবে কারণ এই পিচে রান করা সহজ।
নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, তৃতীয় টি২০ ম্যাচের Dream11 প্রেডিকশন
উইকেটরক্ষক: জস বাটলার, টিম সেইফার্ট
ব্যাটসম্যান: রচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, ফিল সল্ট, হ্যারি ব্রুক
অলরাউন্ডার: মাইকেল ব্রেসওয়েল, স্যাম কারান
বোলার: মিচেল স্যান্টনার, আদিল রশিদ, লুক উড
অধিনায়ক অপশন: মাইকেল ব্রেসওয়েল/ জস বাটলার
সহ-অধিনায়ক অপশন: মিচেল স্যান্টনার/ স্যাম কারান